জার্মানিভিত্তিক বিখ্যাত স্পোর্টস ব্র্যান্ড পুমার পণ্য এখন ঢাকায়। রোববার (৭ এপ্রিল) রাজধানীর বনানীতে এ পণ্যের নিজস্ব ফ্ল্যাগশিপ স্টোরের উদ্বোধন করা হয়। ফলে দেশে প্রথমবারের মতো পুমার বিপণন শুরু হলো।
Advertisement
পোশাক খাতের বড় প্রতিষ্ঠান ডিবিএল গ্রুপ বাংলাদেশে পুমার বাণিজ্য অংশীদার। এ বিষয়ে ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমএ জব্বার বলেন, বনানীর স্টোরটি দক্ষিণ এশিয়ায় পুমার বৃহত্তম স্টোরগুলোর একটি। আমরা বাংলাদেশে পুমার কার্যক্রম আরও বাড়াতে চাই।
বনানী ১১ নম্বর সড়কের ১৫৩/ই বাড়িতে চালু হওয়া পুমার স্টোরটি দুই হাজার ২০০ বর্গফুট আয়তনের।
অনুষ্ঠানে জানানো হয়, সাধারণত ক্রীড়াসামগ্রী, পোশাক ও ফ্যাশন পণ্য উৎপাদন করে থাকে পুমা। ঢাকায় এসব পণ্যই পাওয়া যাবে। ৭০ বছরের ঐতিহ্যবাহী ব্র্যান্ড পুমার যাত্রা শুরু হয় ১৯৪৮ সালে। বিশ্বের ১১২টি দেশে তাদের পণ্য বাজারজাত করা হচ্ছে।
Advertisement
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিল ছিলেন জাতীয় ক্রিকেট দলের মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, আবু হায়দার রনি ও মোসাদ্দেক হোসেন সৈকতসহ ক্রীড়াজগতের অনেকে। এ ছাড়া ভারতে পুমার মাল্টিব্র্র্যান্ড চ্যানেলের প্রধান পুলক চৌধুরী, ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, ভাইস চেয়ারম্যান এম এ রহিম, উপব্যবস্থাপনা পরিচালক এমএ কাদের, ভারতে পুমার ব্যবস্থাপনা পরিচালক অভিষেক গাঙ্গুলি প্রমুখ উপস্থিত ছিলেন।
জেডএ/এমকেএইচ