'টুগেদার ফরএভার স্লোগানে' শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের বিশ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠিত হবে আগামী ১২ ও ১৩ এপ্রিল। 'এলামনাই এসোসিয়েশন অব বিজনেস এডমিনিস্ট্রেশন, সাস্ট' এর উদ্যোগে এ পুনর্মিলনীতে বিভাগের বর্তমান ও সাবেক প্রায় সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করবে।
Advertisement
রোববার বিকেলে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান 'এলামনাই এসোসিয়েশন অব বিজনেস এডমিনিস্ট্রেশন, সাস্ট' এর সাধারণ সম্পাদক মনির আহমেদ চৌধুরী। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে থাকবে অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম।
মনির আহমেদ চৌধুরী জানান, ১২ এপ্রিল সকাল দশটায় র্যালির মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। পরে সকাল সাড়ে দশটায় কেন্দ্রীয় মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন। গেস্ট অব অনার হিসেবে থাকবেন শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন স্কুল অব ম্যানেজম্যান্ট অ্যান্ড বিজনেস এডমিনিস্ট্রেশনের ডিন ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. মোছাদ্দেক আহমেদ চৌধুরী। আয়োজনের আহ্বায়ক হিসেবে রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তানভীর আহমদ তরফদার। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এলামনাই এসোসিয়েশন অব বিজনেস এডমিনিস্ট্রেশনের সভাপতি তানভীর আহমেদ শাকিল।
Advertisement
মনির আহমেদ চৌধুরী জানান, প্রথমদিন বিকেলে ‘এন্ট্রাপ্রেনিয়ার সেশন’ এ কি নোট স্পিকার হিসেবে থাকবেন আল হারামাইন পারফিউম গ্রুপ অব কোম্পানিস এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মো. মাহতাবুর রহমান নাসির। সন্ধ্যায় হ্যান্ডবল গ্রাউন্ডে কনসার্টে পারফর্ম করবে রিম, নোঙর, বিভাগের নিজস্ব ব্যান্ড আনাড়ি ও দেশসেরা ব্যান্ড অর্থহীন।
দ্বিতীয় দিন দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা, ফান প্রোগ্রাম, স্মৃতিচারণ ও বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। উক্ত আয়োজনে সহযোগিতায় রয়েছে প্রাণ আপ, আড়ং, আল হারামাইন পারফিউম গ্রুপ অব কোম্পানিস।
এ আয়োজন সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানিয়েছেন এলামনাই এসোসিয়েশন এর সভাপতি তানভীর আহমেদ শাকিল।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এলামনাই এসোসিয়েশনের সভাপতি তানভীর আহমেদ শাকিল, সহ-সভাপতি রেজাউল করিম হিরণ, বিভাগের শিক্ষার্থী আতিয়ার রহমান প্রমুখ।
Advertisement
এমএএস/জেআইএম