রাজনীতি

স্লোগানে হবে না, ছড়িয়ে পড়তে হবে

জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্ট নেতা আ স ম আবদুর রব বলেছেন, স্লোগান দিয়ে খালেদা জিয়ার মুক্তি হবে না। যদি তাকে মুক্ত করতে চান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে স্লোগান দিয়ে হবে না, সকলকে সারা বাংলায় ছড়িয়ে পড়তে হবে, গ্রামে গ্রামে ছড়িয়ে পড়তে হবে।

Advertisement

তিনি বলেন, জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে জাতীয় নেত্রীকে মুক্ত করার জন্য।তিনি এখন শুধু বিএনপির নেত্রী নন।

রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত গণঅনশন কর্মসূচিতে সংহতি জানিয়ে তিনি এসব কথা বলেন।

রব বলেন, আমি বলতে চাই, এক লক্ষ কর্মী জেলে আছে, ৫০ লক্ষ কর্মীর মামলা আছে। দরকার হলে আরও ৫০ লক্ষ কারাগারে যেতে রাজি, তাহলে খালেদা জিয়া মুক্ত হতে পারেন।

Advertisement

তিনি বলেন, আমি এখনই আপনাদের সঙ্গে রাস্তায় নামতে রাজি আছি, আপনারা রাস্তায় নামবেন কিনা- সিদ্ধান্ত গ্রহণ করুন।

বিএনপিকর্মীদের উদ্দেশ্যে রব আরও বলেন, আপনাদের (বিএনপি) নেতাদের বলুন, খালেদা জিয়ার মুক্তি দয়ায় নয়, এটা অধিকার, দাবি; বাংলাদেশের ১৮ কোটি মানুষের দাবি।

‘আমি বলছি, খালেদা জিয়াকে মুক্ত করতে হলে রাজপথে যেতে হবে, রাজপথে আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করে আনতে হবে। এ কথা বলতেই আমি এখানে এসেছি।’

কেএইচ/এমএআর/পিআর

Advertisement