বাংলাদেশের চামড়া খাতের উন্নয়নে ইতালির সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার প্রধানমন্ত্রী কার্যালয়ে বাংলাদেশে নবনিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াতা সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব বলেন।
Advertisement
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান। ইতালির সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নের বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা চামড়া খাতে আপনাদের সহযোগিতা চাই, যেহেতু আপনাদের চামড়াজাত পণ্য গুণে ও মানে সেরা।’
এ সময় বাংলাদেশকে কাজের ক্ষেত্র হিসেবে নিজেই পছন্দ করেছেন ইতালির রাষ্ট্রদূত এররিকো নুনজিয়াতা। তিনি বলেন, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে কাজ করবে। বাণিজ্যের বিভিন্ন ক্ষেত্রে দেশ দুটির মধ্যে বিপুল সম্ভাবনা রয়েছে। সহযোগিতার এই ক্ষেত্রগুলোকে কাজে লাগাতে হবে। ইতালি ইতোমধ্যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এবং সহযোগিতার উন্নয়নে একটি সংসদীয় দল গঠন করেছে।’
এ সময় দুই দেশের চেম্বার অব কমার্সগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নের অভিমত ব্যক্ত করেন রাষ্ট্রদূত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইতালীয় দূত বলেন, তিনি পৃথিবীর বহু দেশের প্রেরণার উৎস।’ এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান।
Advertisement
এইউএ/এমআরএম/জেআইএম