রাজনীতি

আ.লীগ-বিএনপি ছেড়ে জাপায় দুই শতাধিক নেতাকর্মী

রাজধানীর কদমতলী থানার ৫৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজি এস এম মনিরুজ্জামান, থানা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক রুমা আক্তার ও স্থানীয় আওয়ামী লীগ নেতা নাজমুল ইসলাম বাবুর নেতৃত্বে আওয়ামী লীগ, বিএনপির দুই শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করেছেন।

Advertisement

রোববার বিকেলে জুরাইন জনতা ক্লাবের সামনের সড়কে ৫৩নং ওয়ার্ড জাতীয় পার্টি আয়োজিত বিশাল সমাবেশে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তারা।

জাপা নেতা মাহবুবুর রহমান খসরুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সৈয়দ আবু হোসেন বাবলা ছাড়াও বক্তব্য রাখেন জাতীয় পার্টির নেতা শেখ মাসুক রহমান, সুজন দে, জহিরুল ইসলাম সরকার, জুয়েল ওসমান, খাইরুল কবির, উজ্জ্বল দাস, শাকিল আহামেদ প্রমুখ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাবলা বলেন, আগামী দিনে জাতীয় পার্টি হবে দেশের প্রধান রাজনৈতিক শক্তি। এই শক্তি মুক্তিযুদ্ধের চেতনা, ইসলামী মূল্যবোধ ও উদার গণতান্ত্রিক সাম্যমৈত্রীর মানবিক বাংলাদেশ বির্নিমাণে কাজ করবে। একই সঙ্গে বর্তমান সংসদে বিরোধী দল হিসেবে সরকার যদি কোনো গণবিরোধী কাজ করে তাহলে জাতীয় পার্টি এর প্রতিবাদে সংসদের পাশাপাশি রাজপথেও সরব থাকবে।

Advertisement

বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের জাতীয় পার্টিতে স্বাগত জানিয়ে বাবলা বলেন, দিন যত যাবে বিভিন্ন রাজনৈতিক দলের হাজার হাজার নেতাকর্মী এরশাদের হাতকে শক্তিশালী করার জন্য জাতীয় পার্টিতে যোগদান করবে। এর মধ্য দিয়ে আগামী নির্বাচনে জাতীয় পার্টি জনগণের রায় নিয়ে রাষ্ট্রক্ষমতায় যেতে সক্ষম হবে।

উল্লেখ্য, এস এম মনিরুজ্জামানের পাশাপাশি স্থানীয় বিএনপির সিনিয়র নেতা ইঞ্জিনিয়ার মাকছুদুর রহমান, মো. গিয়াস উদ্দিন, ডা. মুসফিকুর রহমান, মো. রফিকুল ইসলাম, হাজি মাকসুদুর রহমান ও মো. সিরাজুল ইসলামসহ বিপুলসংখ্যক নেতাকর্মী জাতীয় পাটিতে যোগদান করেন।

এমইউএইচ/বিএ/পিআর

Advertisement