জাতীয়

ভিটামিন এ বিহীন সয়াবিন কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ

যেসব প্রতিষ্ঠানের ভোজ্য তেলে ভিটামিন ‘এ’ পাওয়া যায়নি সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এ ব্যাপারে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনকে (বিএসটিআই) কার্যকর ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে কমিটি।

Advertisement

এ ছাড়া আসন্ন রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ আদালতের সব কার্যক্রম সম্পন্নসহ প্রচারের ব্যবস্থার সুপারিশ করা হয়। রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি আমির হোসেন আমুর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, এ, কে এম ফজলুল হক, আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন, মোহাম্মদ সাহিদুজ্জামান, কাজিম উদ্দিন আহম্মেদ এবং পারভীন হক সিকদার অংশ নেন।

শিল্প মেলার মাধ্যমে যে পুরস্কার প্রদান করা হবে ওই পুরস্কার বঙ্গবন্ধুর নামে দেয়ার সুপারিশ করে কমিটি। বয়লারের কারণে যেন আগুনের সুত্রপাত না হয় এবং সব কারখানার বয়লার নিয়মিত পরিদর্শন করা ও বিষয়টি গণমাধ্যমে প্রকাশ করার সুপারিশ করা হয়।

Advertisement

এইচএস/এমআরএম/জেআইএম