ক্যাম্পাস

শেকৃবিতে নেই অগ্নিনির্বাপণ ব্যবস্থা!

উদ্বেগ ও উৎকণ্ঠা সত্ত্বেও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) নেই যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা। বিশ্ববিদ্যালয়ের ২৪টি আবাসিক ভবনের ১৮টিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই। বাকি ছয়টিতেও রয়েছে নাজুক অবস্থা।

Advertisement

ফলে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা রয়েছেন চরম অগ্নিঝুঁকিতে। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন উদ্বিগ্ন হলেও সময়োপযোগী ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না।

জানা যায়, শিক্ষার্থীদের তিনটি আবাসিক হল, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের ১৩টি আবাসিক ভবন, শেখ কামাল অনুষদ ভবন ও কৃষি অনুষদ ভবনে কোনো অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের গুইসার সিলিন্ডারের মেয়াদ উত্তীর্ণ হয়েছে ২০১৭ সালে। বাকি ভবনগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়েছে ২০১৪ সালে। এগুলো কীভাবে ব্যবহার করতে হয়, সে ব্যাপারেও ভবনগুলোর অধিবাসীদের নেই বিশেষ কোনো জ্ঞান।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ফরহাদ হোসাইন বলেন, প্রশাসনের উচ্চ মহলে মিটিং হয়েছে। আশা করি দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

Advertisement

মো. রাকিব খান/এমএআর/পিআর