জাতীয়

বরগুনায় শিক্ষার্থী নিহতের ঘটনায় তদন্ত কমিটি

বরগুনার তালতলী উপজেলার ছোটবগি পিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ ভেঙে শিক্ষার্থী নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। দুই সদস্যের এ কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

Advertisement

রোববার (৭ এপ্রিল) সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (উন্নয়ন) নেছার আহমদ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার (৬ এপ্রিল) বরগুনার তালতলী উপজেলার ছোটবগি পিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ ধসে মানসুরা নামের তৃতীয শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। এছাড়া আরও পাঁচ শিক্ষার্থী গুরুতর আহত হয়। এ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করেছে।

দুই সদস্যের এ তদন্ত কমিটির আহ্বায়ক প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) পরিচালক (প্রশাসন) সাবের হোসেন এবং সদস্য হিসেবে রয়েছেন মন্ত্রণালয়ের উপ সচিব (বিদ্যালয়-১) মাহবুবুর রশীদ। আগামী তিন কর্মদিবসের মধ্যে সরেজমিন তদন্ত করে প্রাথমিক ও গণশিক্ষা সচিব বরাবর প্রতিবেদন জমা দিতে কমিটিকে বলা হয়েছে।

Advertisement

এমএইচএম/এএইচ/জেআইএম