খেলাধুলা

‘বিশ্বকাপে সেমিফাইনাল খেলবে পাকিস্তান’

আসন্ন ওয়ানডে বিশ্বকাপের বাকি আছে আর মাত্র দুই মাসেরও কম সময়। এরই মধ্যে প্রাথমিক প্রস্তুতি শুরু করে দিয়েছে অংশগ্রহণকারী কয়েকদল। বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড দেয়ার আগে ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

Advertisement

অধিনায়ক সরফরাজ আহমেদের নেতৃত্বে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে দেয়া হয়েছে এই দল। আগামী ১৫ এবং ১৬ এপ্রিল জাতীয় ক্রিকেট একাডেমিতে ফিটনেস টেস্টের পর নিজেদের চূড়ান্ত স্কোয়াড ঠিক করবে পিসিবি।

তবে তার আগেই বিশ্বকাপ নিয়ে নিজের ভবিষ্যৎবাণী জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। তার মতে বিশ্বকাপে অন্তত সেমিফাইনাল খেলবে ১৯৯২ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে ফাইনাল খেলা সহজ হবে না বলেই মনে করেন সরফরাজ।

স্থানীয় এক টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে পাকিস্তানের অধিনায়ক বলেন, ‘কোনো পরিস্থিতিতেই বিশ্বকাপ ফাইনাল খেলা সহজ কাজ নয়। আমি মনে করি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত এবং পাকিস্তান বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে। এরপর আমরা এমন কিছু করার চেষ্টা করবো যা দেশের মানুষ আজীবন মনে রাখবে।’

Advertisement

সরফরাজের মতে ইংল্যান্ডের মাটিতে ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জেতায় এবং গত তিন বছরের প্রতিবার ইংল্যান্ড সফর করায় আসন্ন বিশ্বকাপে সুবিধা পাবে তার দল। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়াও সহজ হবে।

তিনি বলেন, ‘আমরা নিশ্চিতভাবেই ইংল্যান্ডে বাড়তি সুবিধা পাবো। বিশ্বকাপের জন্য আমরা প্রায় এক মাস আগে ইংল্যান্ডে যাচ্ছি। এছাড়াও গত তিন বছরে আমরা টানা সে দেশে সফর করেছি। এবার চতুর্থ বছরে যাচ্ছি। আমাদের খেলোয়াড়রা সহজেই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারবে যেটা আমাদের বাড়তি সুবিধা দেবে।’ বিশ্বকাপের প্রথম রাউন্ডে চির প্রতিদ্বন্দী ভারতের বিপক্ষে লড়বে পাকিস্তান। আগামী ১৬ জুলাই হতে যাওয়া সে ম্যাচটির প্রতিই বেশি গুরুত্বারোপ করছেন পাকিস্তান অধিনায়ক।

সরফরাজ বলেন, ‘সমর্থকরা বিশ্বকাপে যেকোনো পরাজয়ে ক্ষমা করে দেবে, তবে অবশ্যই ভারতের বিপক্ষে জিততে হবে। সীমানার ওপারে ভারতের চিত্রটাও একই। অধিনায়ক হিসেবে আমিও সে ম্যাচটা জিততে চাই। তবে একই সঙ্গে টুর্নামেন্টের সব দলের বিপক্ষেই সমান মনোযোগী থাকবো আমরা। অবশ্যই ভারতকে হারানোর জন্য খেলবো, সঙ্গে বাকিদেরও ছাড় দেয়া হবে না।’

এসএএস/এমএস

Advertisement