তুরস্কের মেডিসিন অ্যান্ড মেডিকেল ডিভাইস এজেন্সির (টিএমএমডিএ) প্রেসিডেন্ট ডক্টর হাক কি গুরুসজের নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সঙ্গে মতবিনিময় করেছেন। আজ (রোববার) সকালে রাজধানীর মহাখালীতে ওষুধ প্রশাসন অধিদফতরের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় ওষুধ প্রশাসন অধিদফতর এবং টিএমএমডিএ’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Advertisement
সভায় দুই দেশের অভিজ্ঞতা ও দক্ষতা শেয়ারের মাধ্যমে ওষুধ এবং মেডিকেল ডিভাইসের মানোন্নয়নসহ টেকনিক্যাল ডেভেলপমেন্টের মাধ্যমে দু'দেশের ওষুধ ও মেডিকেল ডিভাইসের মান কীভাবে উন্নত এবং ওষুধ রফতানি বাড়ানো যায় এ বিষয়ে আলোচনা করা হয়।
এছাড়া দু'দেশের মধ্যে ওষুধের আন্তর্জাতিক ক্লিনিক্যাল স্টাডি, ওষুধের বিরূপ প্রতিক্রিয়া, ওষুধের মূল্য সম্পর্কিত তথ্যাদি বিনিময় করার বিষয়ে বৈঠকে আলোচনা করা হয়।
সেই সঙ্গে মেডিকেল ডিভাইস রেগুলেশন সম্পর্কিত ক্লিনিক্যাল ষ্টাডি ও মার্কেট সার্ভিলেন্স কার্যাদির বিভিন্ন তথ্যাদি বিনিময়, ওষুধ, ভ্যাকসিন ও মেডিকেল ডিভাইসের মান নিয়ন্ত্রণের লক্ষ্যে দুই দেশের ল্যাবরেটরিগুলোর অভিজ্ঞতা, দক্ষতা, বিভিন্ন যন্ত্রপাতির টেকনিক্যাল বিষয়ে মত বিনিময় করা হয়।
Advertisement
পাশাপাশি ট্রাডিশনাল হারবাল মেডিসিন প্রডাক্ট ও হোমিওপ্যাথিক ওষুধের রেগুলেশন সম্পর্কিত তথ্যাদি এবং অভিজ্ঞতা শেয়ারের বিষয়টিও তাদের আলোচনায় উঠে আসে।
আলোচনায় ওষুধ মেডিকেল ডিভাইস উৎপাদনকারী প্রতিষ্ঠান পরিদর্শন ও কাউন্টার ফেইট ওষুধের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, ফার্মাসিটিক্যাল ট্রাক অ্যান্ড ট্রেস সিস্টেম ইত্যাদি বিষয় স্থান পায়। সেই সঙ্গে ওষুধের রেজিস্ট্রেশন পদ্ধতি ত্বরান্বিত করতে দু’দেশের প্রতিনিধিদের পরিদর্শন ও তথ্যাদি আদান-প্রদানের বিষয়টিও আলোচনায় উঠে আসে।
টিএমএমডিএ প্রেসিডেন্টের এই সফর ও ওষুধ প্রশাসন অধিদফতরে সঙ্গে বৈঠকের ফলে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে এবং তুরস্কে বাংলাদেশের ওষুধ রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজ এবং ওষুধ রফতানির পরিমাণ বৃদ্ধি পাবে।
এমইউ/এমএমজেড/এমএস
Advertisement