উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে বাদ পড়ার পর জার্মান বুন্দেসলিগাতেও নিজেদের শীর্ষস্থান হারিয়ে ফেলেছিল বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। তবে শনিবার রাতে চির প্রতিদ্বন্দ্বী বরুশিয়া ডর্টমুন্ডকে উড়িয়ে দিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে নিকো কোভাচের দল।
Advertisement
তাও যেনোতেনো জয় নয়। বরুশিয়ার বিপক্ষে রীতিমতো গোল উৎসব করেছে বুন্দেসলিগার টানা ছয়বারের চ্যাম্পিয়নরা। রবার্ট লেওয়ানডস্কির জোড়া গোলের সঙ্গে ম্যাট হামেলস, জাভি মার্টিনেজ, সার্জ জিনাব্রির গোলে ৫-০ গোলে জিতেছে বায়ার্ন।
ঘরের মাঠে আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের প্রথমার্ধেই ৪ গোল করে বসে বায়ার্ন। ম্যাচের দশম মিনিটে গোলের শুরু করেন জার্মান মিডফিল্ডার ম্যাট হামেলস। সাত মিনিট পর বুন্দেসলিগায় নিজের দুইশতম গোলের মাধ্যমে ব্যবধান দ্বিগুণ করেন লেওয়ানডস্কি।
প্রথমার্ধ শেষের মিনিট পাঁচেক আগে আরও দুই গোল করে বায়ার্ন। ৪১তম মিনিটে মার্টিনেজ এবং ৪৩তম মিনিটে জিনাব্রির গোলে প্রথমার্ধেই স্কোরলাইন দাঁড়ায় ৪-০।
Advertisement
দ্বিতীয়ার্ধে ফিরেও ম্যাচে ফেরার কোনো সম্ভাবনাই জাগাতে পারেনি বরুশিয়া। উল্টো ম্যাচ শেষের ১ মিনিট আগে পঞ্চম গোল হজম করে তারা। গোলবারের কাছ থেকে আলতো ছোঁয়ায় দলের পঞ্চম গোলটি করেন লেওয়ানডস্কি। আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা এই স্ট্রাইকারের এটি ২১তম গোল।
এ জয়ের পর ২৮ ম্যাচে ২০ জয় ও চার ড্রয়ে শীর্ষে ফেরা বায়ার্নের পয়েন্ট হল ৬৪। সমান ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে বরুসিয়া ডর্টমুন্ড।
এসএএস/এমএস
Advertisement