দেশজুড়ে

ধর্ষিতাকে অপহরণের চেষ্টা : আটক ৩

রাজশাহীর পুঠিয়া উপজেলায় এক ইউপি মেম্বারের বিরুদ্ধে ধর্ষণের মামলা করায় মামলার বাদীকে অপহরণ করার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই মেম্বারের তিন সহযোগীকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেছেন এলাকাবাসী। আটকরা হলেন, উপজেলার জিউপাড়া পন্নাপাড়া গ্রামের মেম্বারের বড় ভাই মোজাম (৪৫), একই এলাকার আজগর আলী (৪০) ও বেলাল (৪০)। সোমবার রাতে এ ঘটনা ঘটে। মেয়ের মা জমেলা বেগম জাগো নিউজকে জানান, গত ২৩ জুলাই জিউপাড়া ভাটুপাড়া এলাকার এক মেয়ে বাড়ি ফিরছিলেন। ওই সময় মেম্বার জয়নাল বিয়ের প্রলোভন দিয়ে ওই মেয়েটিকে একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। পরে মেয়েটি বিষয়টি তার পরিবারকে জানায়। এ ঘটনার এক মাস পরে সোমবার দুপুরে সে পুঠিয়া থানায় জয়নালের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করে। মামলার বাদী হন ভিকটিম নিজেই। মামলার ঘটনা জয়নাল মেম্বার জানার পর সোমবার রাতে ওই মেয়ের বাড়িতে তার চার সহযোগীসহ দুটি মোটরসাইকেলযোগে হামলা চালান। এসময় হামলাকারীরা ভিকটিম ও তার মাকে মারপিট করেন। পরে ওই মেয়েকে অপহরণের চেষ্টা চালানো হয়। এসময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে জয়নালের তিন সহযোগীকে একটি মোটরসাইকেলসহ আটক করে গণধোলাই দেন। পরে বিষয়টি পুঠিয়া থানাকে জানালে পুলিশ ঘটনা স্থলে গিয়ে মোজাম, আজগর ও বেলালকে আটক করে থানায় নিয়ে আসে। পরে আহত মেয়ের মা জমেলা বেগমকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে পুঠিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার হোসেন খাঁন জাগো নিউজকে জানান, আটকদের বিরুদ্ধে রাতেই আরেকটি নারী নির্যাতন ও অপহরণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরের আগেই তাদের আদালতে হাজির করা হবে। শাহরিয়ার অনতু/এমজেড/এমএস

Advertisement