খেলাধুলা

এক্সপ্রেস ফাস্টবোলার আর লেগস্পিনারের অভাব অনুভব করছেন পাপন

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মনে করেন, বাংলাদেশ যতগুলো বিশ্বকাপ খেলেছে তার মধ্যে এবারের দলটিই সেরা।

Advertisement

পাপনের ভাষায়, ‘আমার মনে হয় এখন পর্যন্ত আমরা যতগুলো বিশ্বকাপ খেলেছি, এটা হচ্ছে সেরা দল। নিউজিল্যান্ডে মুশফিক, সাকিব, রিয়াদ রান না করাতেও আমাদের স্কোর ভালো হয়েছে। এটা খুবই ভালো দিক। তামিম, রিয়াদ ভালো খেলবেই। ওরা পরীক্ষিত। ওদের সঙ্গে অন্যরা খাপ খাওয়াতে পারবে কিনা সেটাই দেখার।’

বিসিবি সভাপতির চিন্তার জায়গা হলো পেস বোলিং। তার ধারণা, দলে দ্রুত গতির বোলারের ঘাটতি পরিষ্কার। আর দলে একজন উঁচু মানের লেগস্পিনারের অভাবও অনুভব করছেন তিনি।

পাপনের ব্যাখ্যা, ‘অন্যান্য দল থেকে আমরা দুটি জায়গায় পিছিয়েই আছি। পেস বোলিং নিয়ে যদি বলি, তাহলে বলবো এখন কোনো দলের বোলিং দেখিনি যে ১৪০ এর নিচে বোলিং করে। ১৫০ কিলোমিটার গতিতেও বল করেছে নিউজিল্যান্ডে। যেখানে অন্য দেশের বোলাররা ১৫০ গতিতে বোলিং করে, সেখানে আমরা ১৩২, ১৩৩, ১৩৫, ১৩৬ থেকে উঠি না। হঠাৎ একটা বল ১৩৯ কিলোমিটার গতিতে হয়, সেটাও আবার সবার না। পেসে আমরা একটু পিছিয়ে আছি। স্পিনে যদি দেখেন, প্রত্যেকটা দলের মূল হাতিয়ার লেগ স্পিনার। আমাদেও একটাও লেগি নেই। তাই বলছি আমাদের বোলিংয়ে ঘাটতি আছে। ব্যাটিংয়ে আমাদের প্রচুর ম্যাচ উইনার আছে। তবে দূর্ভাগ্যজনকভাবে ধারাবাহিকতার অভাব।’

Advertisement

ধারাবাহিকভাবে একজন নিয়মিত রান করতে পারবেন কিনা। একজন না পারুক, অন্যরা পারবে কিনা-তা নিয়েও খানিক সংশয়ে পাপন। তবে বিসিবি সভাপতি আশাহত নন। ভালো কিছুর আশা আছে ঠিক। তিনি বলেন, ‘যদি ধারাবাহিকতা বজায় রেখে পারফরম করতে পারে তাহলে আমাদের দলটি বেশ ভালো। আরও বেশি আশাবাদী ছিলাম। কিন্তু যাদের সাথে আমাদের জেতার সম্ভাবনা বেশি, তারা সবাই মনে হয় ফর্ম ফিরে পাচ্ছে। বিশ্বকাপের আগে যে খেলা শুরু করল, তাতে আমাদের ভালো খেলা কঠিন হবে মনে হচ্ছে। তারপরও খেলায় হার-জিত হবেই। আমাদের ছেলেরা ভালোই করবে।’

দলে কাকে নেওয়া হবে, কোন পজিশনে কে খেলবে-সে সব দিক মাথায় রেখে কোচ, অধিনায়ক আর নির্বাচকরা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন বলেই আশা বিসিবি সভাপতির। তাহলেই বিশ্বকাপে ভালো কিছু করা সম্ভব হবে।

এআরবি/এমএমআর/এমকেএইচ

Advertisement