খেলাধুলা

টিম পারফরম্যান্সে ভর করে আবাহনীকে হারানোর আশায় শাহরিয়ার নাফীস

মাশরাফির মত সাহসী অধিনায়ক ও বুদ্ধিদীপ্ত -কার্যকর পেসার নেই। দেশের ক্রিকেটের পাঁচ শীর্ষ তারকার বাকি চারজন সাকিব, মুশফিক, তামিম আর মাহমুদউল্লাহও নেই। তার বাইরে যাদেরকে ধরা হয় সীমিত ওভারের ফ্রন্টলাইন পারফরমার-সেই লিটন, সৌম্য, সাব্বির, মিঠুন, মোসাদ্দেক, মিরাজ, সাইফউদ্দীন আর রুবেলের কেউ নেই।

Advertisement

তারপরও আবাহনীর সাথে পাল্লা দিয়ে প্রাইম ব্যাংক, প্রাইম দোলেশ্বর, মোহামেডান, গাজী গ্রুপ ও শাইন পুকুরের মত দলকে পেছনে ফেলে আবাহনীর সাথে যৌথভাবে পয়েন্ট টেবিলে শীর্ষে লিজেন্ডস অফ রূপগঞ্জ।

আফতাবের শিষ্যদের এমন জ্বলজ্বলে টিম পারফরমেন্সের পেছনের কাহিনী কি? তা নিয়ে রাজ্যের জল্পনা-কল্পনা ক্রিকেট অনুরাগীদের মনে।

আবাহনীর সাথে প্রথম পর্বের অঘোষিত শীর্ষস্থান নির্ধারণী ম্যাচের আগের দিনও উঠল এ প্রশ্ন। রূপগঞ্জের এমন জ্বলে ওঠার রহস্য কি? আজ বিসিবি একাডেমি মাঠে উঠল সে প্রশ্ন।

Advertisement

রূপগঞ্জের অন্যতম সিনিয়র ক্রিকেটার শাহরিয়ার নাফীসের ব্যাখ্যা, মূলতঃ সম্মিলিত প্রচেষ্টা এবং টিম পারফরমেন্সই তাদের এত ওপরে নিয়ে এসেছে।

জাতীয় দলের এ সাবেক টপ অর্ডার বলেন, ‘প্রথমত, দলগত প্রচেষ্টাই আমাদের সাফল্যের মূল কারণ। আমাদের দলের সবাই যার যার দায়িত্বগুলো খুব ভালোভাবে পালন করছে।’

নিজ সহযোগীদের কৃতিত্ব দেয়ার পাশাপাশি কোচিং স্টাফের প্রশংসা করতেও ভুল করেননি শাহরিয়ার নাফীস। খেলোয়াড়ী জীবনে তার সমসাময়িক ও সেই অনূর্ধ-১৯ ক্রিকেট থেকে প্রায় একই সাথে বেড়ে ওঠা হেড কোচ আফতাব আহমেদের প্রশংসা করে নাফীস বলেন, ‘আমরা খুব ইয়াং কোচিং ম্যানেজমেন্ট নিয়ে খেলছি। আফতাব, নাজমুল এবং সুমন ভাই। তাদের ডিরেকশন প্রতিটা প্লেয়ার খুব সুন্দর মত ফলো করছে। ওভারঅল টিম কম্বিনেশন ও ডিসিপ্লিনের কারণে আমরা এখন পর্যন্ত ভালো করেছি। চেষ্টা থাকবে এই ডিসিপ্লিনটাই পুরো আসরে ধরে রাখার।’

কালকের (রোববার) গুরুত্বপূর্ণ ম্যাচের প্রতিপক্ষ আবাহনী সম্পর্কে শাহরিয়ার নাফীসের মূল্যায়ন, ‘হ্যাঁ, আবাহনী অবশ্যই ভালো দল। তবে এই টুর্নামেন্টে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের টিম এখন পর্যন্ত আবাহনীর সাথে সমান তালে এগিয়ে চলছে। আমাদের পয়েন্ট সমান, রান রেটে একটু তফাৎ আছে। ক্রিকেট খেলা তো, দিন শেষে বলা খুব কঠিন। মিরপুরে শেষ ম্যাচে দেখেছি, মোহামেডান এত বড় স্কোর করেও ডিফেন্ড করতে পারেনি। আবার গাজী গ্রুপ একশ রান করেও ডিফেন্ড করেছে। আশা করি কালকের ম্যাচে ব্যাটিং বোলিং ও ফিল্ডিংয়ের তিন বিভাগেই যারা পারফর্ম করবে, তারাই জিতবে।’

Advertisement

আবাহনীকে হারাতে হলে কি করতে হবে? শাহরিয়ার নাফীসের জবাব, ‘অবশ্যই ভালো ক্রিকেট খেলতে হবে। ওদের টিমে ভালো কিছু প্লেয়ার আছে। যেটা বললাম, আমরা যদি ডিসিপ্লিন পারফর্মেন্স করি, তাহলে কালকে একটা ভালো ম্যাচ হবে। রেজাল্ট দিন শেষে বোঝা যাবে।’

আবাহনীকে কি সত্যিই হারানো সম্ভব? শাহরিয়ার নাফীসের আত্মবিশ্বাসী জবাব, ‘প্রাইম ব্যাংক তো হারিয়েছে। কাউকে হারানোই অসম্ভব না। ক্রিকেট খেলা, দিন শেষে ব্যাটে বলে খেলা হবে। কাগজ কলমে অনেক কিছুই হিসাব করতে পারি। অবশ্যই আবাহনী এমন একটা দল যাকে আপনার অবশ্যই শ্রদ্ধা করে খেলতে হবে। তাদের হিসেবের বাইরে রাখতে পারবেন না।’

শাহরিয়ার নাফীসের শেষ কথা, কাগজে কলমে শক্তির ফারাক যাই থাকুক না কেন, আসল কথা হলো মাঠের পারফরমেন্স। সেই টিম পারফরম্যান্সের উপর ভর করেই আবাহনীকে হারাতে চান লিজেন্ডস অব রূপগঞ্জ শিবিরের এই সিনিয়র সদস্য।

এআরবি/এমএমআর/এমকেএইচ