খেলাধুলা

এখন পর্যন্ত মাঠে সেরা ক্রিকেট খেলা রূপগঞ্জ শক্ত প্রতিপক্ষ : সুজন

লাইন আপের আলোকে বিচার করলে লিজেন্ডস অফ রূপগঞ্জের চেয়ে আবাহনী অনেক এগিয়ে। দলে মাশরাফি, জহুরুল, সৌম্য, সাব্বির, মিঠুন, মোসাদ্দেক, সাইফউদ্দীন, রুবেল, সানজামুল, নাজমুল অপুর মত এক ঝাঁক তারকা। সেই দলের সামনে শাহরিয়ার নাফীস, নাঈম ইসলাম, মেহেদি মারুফ, নাবিল সামাদ, মোহাম্মদ শহিদ, মুকতার আলী, শুভাশীষ রায়, নাঈম শেখ ও জাকের আলীকে নিয়ে গড়া লিজেন্ডস অফ রূপগঞ্জ কাগজে কলমে তুলনামূলক দূর্বল।

Advertisement

কিন্তু মাঠের ব্যক্তিগত ও টিম পারফরমেন্সের হিসেব কষলে রূপগঞ্জ মোটেই পিছিয়ে নেই। বরং কোন কোন ক্ষেত্রে নাঈম বাহিনীকে উজ্জ্বল মনে হয়েছে। সবাই একবাক্যে স্বীকার করছেন, ‘আবাহনী এখন পর্যন্ত শক্তি ও সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি।’

রুপগঞ্জের মুখোমুখি হওয়ার ২৪ ঘন্টা আগে সেই কথা প্রতিধ্বনিত হলো আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজনের মুখেও। শনিবার শেরে বাংলা স্টেডিয়ামের পাশে একাডেমি মাঠে দলকে নিয়ে অনুশীলনের সময় সাংবাদিকদের সামনে কালকের ম্যাচ নিয়ে কথা বলেন সুজন।

আবাহনী কোচের মূল্যায়ন, ‘আবাহনীর সকলের যেমন পারফর্ম করার কথা তেমনটি হচ্ছে না।’ লিগ টেবিলে আবাহনীর অনেক পিছিয়ে থাকা মোহামেডানও ইতিমধ্যে দুবার তিনশোর বেশি ( ৩১৭ ও ৩২৪) রান করেছে। সেখানে সৌম্য, সাব্বির ও মিঠুনের মত জাতীয় ক্রিকেটার দলে থাকার পরও আবাহনী তা পারেনি। সেই না পারার কারণ ব্যাখ্যা করতে গিয়ে সুজন বলেন, ‘আমরা কিন্তু বেশিরভাগ ম্যাচ ঘাসের উইকেটে খেলেছি। আর অন্য দল যেখানে ৩০০-৩৫০ করছে আমরা কিন্তু তেমন এখনও করতে পারিনি সত্যি।’

Advertisement

তবে আবাহনী কোচের দৃঢ় বিশ্বাস, তার দলের আরও ভালো খেলার এবং পাহাড়সমান ইনিংস সাজানোর পর্যাপ্ত সক্ষমতা আছে। এ নিয়ে তিনি বলেন, ‘আমাদের সেই সামর্থ্য এবং সক্ষমতা আছে। আমি বিশ্বাস করি যে, প্রতিপক্ষ যেমনই হোক না কেন; আমরা আমাদের সব দিক থেকে শক্তিশালী। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং বলেন, স্পিনারদের কথা বলেন, দেশ সেরা পেসার মাশরাফি, সাইফুদ্দিন আছে, রুবেল আছে, যদিও সে খেলতে পারছে না ইনজুরির কারণে। অপু, সানজামুল, মিরাজ, সৌম্য, মোসাদ্দেক সবাই ভালো বোলার এবং ব্যাটসম্যান। আর অমি দারুণ ফর্মে আছে। যেটি আমাদের জন্য দারুণ একটি ব্যাপার। সবমিলিয়ে ভালো, আমি আশা করি যেন সহজে ম্যাচ জিততে পারি। ’

নিজ দলের ওপর আস্থা ও বিশ্বাস থাকলেও প্রতিপক্ষ লিজেন্ডস অফ রূপগঞ্জকে এতটুকু হালকা ভাবে নিতে নারাজ সুজন। বরং তিনি মনে করেন, মাঠের পারফরমেন্সে এখন পর্যন্ত রূপগঞ্জই সেরা। তাই অকপট স্বীকারোক্তি, ‘রূপগঞ্জ অনেক ভালো ক্রিকেট খেলছে। এখন পর্যন্ত তারাই মনে হয় সেরা ক্রিকেট খেলছে টুর্নামেন্টে। কাল ওদের সাথে খেলা, প্রতিপক্ষ হিসেবে রূপগঞ্জ শক্ত অবশ্যই।’

এআরবি/এমএমআর/এমএস

Advertisement