জাতীয়

মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বাড়ানোর দাবি

মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা বাড়ানো ও সমপরিমাণ পাঁচটি উৎসব ভাতার দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন।

Advertisement

শনিবার (৬ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ১৬ কোটি জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছেন এবং আমরাও তার সঙ্গে রয়েছি। তাই যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও দরিদ্র মুক্তিযোদ্ধাদের পরিবারের পুনর্বাসনের জন্য সব ধরনের চেষ্টা চালানো, মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি এবং গণপরিবহনে ফ্রি যাতায়াতের ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

এ সময় আয়োজকদের পক্ষ থেকে বেশকিছু দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে- মুক্তিযুদ্ধের মাসিক সম্মানী ভাতা বর্তমান অপেক্ষা দ্বিগুণ, মাসিক ভাতার সমপরিমাণ পাঁচটি উৎসব ভাতা প্রদান, মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে মুক্তিযোদ্ধার সন্তান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্বতন্ত্র ও বিশেষ ব্যবস্থায় নিয়োগ পদ্ধতি চালু, গণপরিবহনে বিশেষ করে রেল, বিআরটিসি ও স্টিমারে বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করা, মুক্তিযোদ্ধাদের সুচিকিৎসার জন্য সরকারি হাসপাতালে বিনামূল্যে ও বিনা ভাড়ায় ওষুধসহ যাবতীয় সুবিধা প্রদান, প্রত্যেক সরকারি হাসপাতালে মুক্তিযোদ্ধাদের জন্য একটি নির্দিষ্ট বুথ চালু, মুক্তিযোদ্ধাদের নামে রাজধানী, সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের গুরুত্বপূর্ণ স্থাপনার নামকরণ এবং মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয় ঢাকা শহরে একটি বাড়ি অথবা জমি বরাদ্দ দেয়া।

Advertisement

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি গাজী দেলোয়ার হোসেন, সহ-সভাপত শহিদুল ইসলাম, জি এম কামরুল ইসলাম প্রমুখ।

এএস/এএইচ/এমএস