ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিকে) নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন পেয়েছেন জাহাঙ্গীর আহমেদ।
Advertisement
শনিবার জাহাঙ্গীর আহমদ এর দলীয় মনোনয়ন পত্রে স্বাক্ষর করেছেন পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।
সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বিষয়টি নিশ্চিত করেছেন।
জাহাঙ্গীর আহমেদ অনুষ্ঠেয় ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
Advertisement
আরও পড়ুন : ময়মনসিংহ সিটি মেয়র প্রার্থী আ.লীগের টিটু
জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য জাহাঙ্গীর আহমেদ ২০১৭ সাল থেকে ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতির দায়িত্ব পালন করছেন। ১৯৮৪ সাল থেকে তিনি জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। এছাড়া বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা ও সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত আছেন জাহাঙ্গীর আহমেদ।
এদিকে গতকাল শুক্রবার ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ইকরামুল হক টিটু।
তফসিল ঘোষণা অনুযায়ী, ময়মনসিংহ সিটি নির্বাচনে ভোট ৫ মে। ৮ এপ্রিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১০ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৭ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।
Advertisement
ময়মনসিংহের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলীমুজ্জামানকে এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এবং ১১ জন জেলা নির্বাচন কর্মকর্তাকে সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেয়া হয়েছে।
এইউএ/জেএইচ/এমএস