খেলাধুলা

ক্রীড়া দিবসে প্রতিমন্ত্রীর শুভেচ্ছা

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। আজ ৬ এপ্রিল বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে নানা কর্মসূচির মধ্যে দিয়ে।

Advertisement

বাংলাদেশ এ দিবসটি পালন করে আসছে ২০১৭ সাল থেকে। তবে অনেক আগে থেকেই ৬ এপ্রিল আন্তর্জাতিকভাবে ‘ইন্টারন্যাশনাল ডে অব স্পোর্টস ফর ডেভেলপমেন্ট অ্যান্ড পিস’ হিসেবে পালিত হয়ে আসছিল। এবারের জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসের প্রতিবাদ্য ‘ক্রীড়ায় বিশ্ব সম্প্রীতি, বাংলাদেশের অগ্রগতি।’

ক্রীড়া দিবসের সূচনা হয় সকাল সাড়ে ৭টায় রাজধানীর শিশু একাডেমি চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালির মধ্যে দিয়ে। র‌্যালিতে নেতৃত্ব দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। র‌্যালিটি সচিবালয়ের সামনে দিয়ে বঙ্গবন্ধু স্টেডিয়াম হয়ে জাতীয় ক্রীড়া পরিষদে শেষ হয়। বর্ণাঢ্য র‌্যালিতে ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠকরা অংশ নেন। বিভিন্ন ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশন নিজ নিজ সংস্থার ব্যানার নিয়ে র‌্যালিতে অংশগ্রহণ করে।

র‌্যালি শেষ হওয়ার পর জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সেমিনার। যেখানে বক্তব্য দেন ক্রীড়া প্রতিমন্ত্রীসহ আরো অনেকে। বক্তারা দিবসটির গুরুত্ব তুলে ধরেন। র‌্যালি ও সেমিনার ছাড়াও ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনগুলো নিজ নিজ উদ্যোগে বিভিন্ন খেলা ও কর্মসূচির পালন করছে।

Advertisement

দিবসটি শেষ হবে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে। পল্টন ময়দানে শেখ রাসেল রোলা স্কেটিং কমপ্লেক্সে হবে প্রায় ২ ঘণ্টার এই সাংস্কৃতিক অনুষ্ঠান।

আরআই/এসএএস/জেআইএম