শিক্ষা

পাস নম্বর ৩৩ থাকছে না

পাবলিক পরীক্ষায় পাস নম্বর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষা সচিব নজরুল ইসলাম খান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।তিনি বলেন, সংশ্লিষ্ট সবার মতামত নিয়েই পাবলিক পরীক্ষায় পাস নম্বর বাড়ানো হবে। তবে এই পাস নম্বর বাড়িয়ে কতো করা হবে সে বিষয়টি পরিষ্কার করেনি তিনি।শিক্ষা সচিব বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা আগের চেয়ে উন্নত হয়েছে। এখন শতকরা ৯৮ জন স্কুলে ভর্তি হচ্ছে। পাসের হার বেড়েছে, ভালো ফলের হারও বাড়ছে। আমাদেরও স্ট্যান্ডার্ড বাড়ানো প্রয়োজন।পাস নম্বর প্রসঙ্গে শিক্ষা সচিব বলেন, পাস নম্বর ৩৩ পৃথিবীর কোনো দেশে নেই। শিক্ষা পরিবারের সবাইকে নিয়ে সেমিনারের আয়োজন করব। সেখানে সবার মতামত নিয়ে পর্যায়ক্রমে পাস নম্বর বাড়ানো হবে।

Advertisement