খেলাধুলা

বাফুফের নতুন একাডেমির যাত্রা শুরু

বাড্ডার বেরাইদে ফর্টিস গ্রুপের জায়গায় একাডেমি করার যে ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), তা আলোর মুখ দেখলো অবশেষে। শুক্রবার ৬০ জন ফুটবলারকে আবাসিক ক্যাম্পে ওঠানোর মধ্যে দিয়ে যাত্রা শুরু হলো ফুটবলের নতুন এই একাডেমির।

Advertisement

দেশের সব জেলায় প্রতিভা অন্বেষণের মাধ্যমে অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৮ বয়সের ৬০ জন ফুটবলার একাডেমির জন্য নির্বাচিত করে তাদের দিয়েই শুরু করলো বাফুফে বহুল প্রত্যাশিত একাডেমি।

২০১৪ সালে সিলেটে বিকেএসপিতে আনুষ্ঠানিকভাবে একাডেমি শুরু করেও তা চালিয়ে যেতে পারেনি বাফুফে। ৫ বছর পর আরেকটি নতুন একটি একাডেমি চালু করলো দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটি।

আপাতত একাডেমির তত্ত্বাবধানে থাকছেন বাফুফের টেকনিক্যাল ও স্ট্র্যাটেজিক ডাইরেক্টর পল স্মলি। তার অধীনে কোচ হিসেবে থাকবেন আলতাফ আহমেদ, মো. মিনার, রাশেদ আহমেদ পাপ্পু, মো. পলো, নুর আলম রাহেল, আবুল হোসেন ও পারভেজ বাবু।

Advertisement

শনিবার সকালে খেলোয়াড়দের আনুষ্ঠানিক ট্রেনিং শুরু হবে। এ মধ্যে দিয়ে একটি নতুন দিনের সূচনা হলো দেশের ফুটবলে।

আরআই/এমএমআর/পিআর