খেলাধুলা

ঘরোয়া ক্রিকেটে চালু হচ্ছে ডোপ টেস্ট

ঘরোয়া ক্রিকেটে প্রথমবারের মতো ডোপ টেস্ট আইন চালু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের তৃতীয় আসরে থেকেই চালু হচ্ছে ডোপ টেস্ট। এ আইনে স্থানীয় সকল ক্রিকেটারদের ডোপ টেস্টের আওতায় আনা হবে। অনুমোদনহীন ড্রাগের ছোবলে যেন না পড়ে ক্রিকেটাররা সে জন্যই আগেই ব্যবস্থা নিচ্ছে বিসিবি। বোর্ড সভার আগামী মিটিংয়ে `অ্যান্টি ডোপিং কোড` এর সংশোধিত আইনটি অনুমোদন দেওয়া হবে। তবে মূলত আইসিসির পরামর্শে ঘরোয়া ক্রিকেটে এই টেস্ট শুরু করছে বিসিবি। এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী, `আমরা চাইছি আমাদের কোনো একটি প্রথম শ্রেণির টুর্নামেন্টে এটি চালু করতে। তবে সময়ের কারণে জাতীয় লীগে সেটা সম্ভব নাও হতে পারে। কিন্তু বিপিএলে অবশ্যই আমরা এটা চালু করব।` এর আগে শুধু আন্তর্জাতিক টুর্নামেন্টে জাতীয় দলের ক্রিকেটারদের ডোপ টেস্ট করা হতো। ঘরোয়া ক্রিকেটে ডোপ টেস্ট হতো না। ফলে জাতীয় দলের ক্রিকেটার বাদে আর কাউকে ডোট টেস্টের মুখোমুখি হতে হতো না।আরটি/এআরএস/এমএস

Advertisement