তথ্যপ্রযুক্তি

ব্যান্ডউইডথের দাম কমছে আজ থেকে

ইন্টারনেটের ব্যান্ডউইডথের দাম কমছে আজ থেকে। এখন প্রতি মাসে ৬২৫ টাকায় এক এমবিপিএস (মেগাবাইট পার সেকেন্ড) ব্যান্ডউইডথ পাওয়া যাবে। তবে এই মূল্য কেবল ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারে কার্যকর হবে বলে জানা গেছে। আগে এক এমবিপিএস ব্যান্ডউইডথের দাম ছিল ৯৮০ টাকা।গ্রাহক পর্যায়ে দাম কতো হবে তা এখনো নির্ধারণ করা হয়নি। কারণ এই দাম কমানোর সঙ্গে শর্ত জুড়ে দিয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)। দাম কমানোর সিদ্ধান্ত দুই মাস আগেই নিয়েছিল বিএসসিসিএল। গত ৯ আগস্ট এক সংবাদ সম্মেলনে বিএসসিসিএল ঘোষণা দেয়, সেপ্টেম্বর থেকে ব্যান্ডউইডথের নতুন দাম কার্যকর হবে।ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো বলছে, এই দাম কমানোর সুফল পাবেন না ভোক্তারা। কারণ বিএসএসএলএল-এর কাছ কমপক্ষে ১০ জিবিপিএস (গিগাবিট প্রতি সেকেন্ড) পরিমাণ ব্যান্ডউইডথ কিনতে হয়। ব্যান্ডউইডথ কেনার শর্তগুলো শিথিল করা এবং ১০-কে ৫ জিবিপিএস করলে এই দাম কমানোর সুফল ভোক্তা পর্যন্ত পৌঁছতে পারে।বর্তমানে ২০০ জিবিপিএস ব্যান্ডউইডথসহ সাবমেরিন কেবলে (সি-মি-ইউ-৪) সংযুক্ত আছে বাংলাদেশ, যার মধ্যে প্রায় ৩০ জিবিপিএস ব্যবহৃত হচ্ছে। অব্যবহৃত থেকে যাচ্ছে ১৭০ জিবিপিএস।আগামী বছর ডিসেম্বরে একটি কনসোর্টিয়ামের আওতায় সি-মি-ইউ-৫ বা দ্বিতীয় সাবমেরিন কেবলে সংযুক্ত হবে বাংলাদেশ। ফলে অতিরিক্ত এক হাজার ৩০০ জিবিপিএস ব্যান্ডউইডথ পাবে বাংলাদেশ।বিএ

Advertisement