দেশজুড়ে

টাঙ্গাইলে ডেমক্রেসিওয়াচের ডেভেলপমেন্ট প্রোগ্রামের ওরিয়েন্টেশন

টাঙ্গাইলে ডেমক্রেসিওয়াচ-এর উদ্যোগে আয়োজিত লিডারমিপ ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় ‘নেতৃত্ব বিকাশে ইউনিয়ন পরিষদ ও অন্যান্য স্টেকহোল্ডার সম্পৃক্তকরণ’ বিষয়ক এক ওরিয়েন্টশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। রোববার সদর উপজেলার গালা ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত উক্ত ওরিয়েন্টশন প্রোগ্রামে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, মেম্বার, সরকারি বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ এবং লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্রশিক্ষণ গ্রহণকারী ইয়ুথ ও কমিউনিটি লিডারগণ।গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমানের সভাপতিত্বে উক্ত ওরিয়েন্টশন প্রোগ্রামে অংশগ্রহণ করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মুক্তি বসাক, মৎস ও প্রাণিসম্পদ বিভাগের এআই মো. শফিকুল ইসলাম, পরিবার পরিকল্পনা পরিদর্শক আমিরুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো আলী আকবর, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো. আ. খালেক, আনসার-ভিডিপি দলনেতা আনোয়ার হোসেনসহ সকল ইউপি মেম্বার, ইউপি সচব এবং ইয়ুথ ও কমিউনিটি লিডারগণ।ইয়ুথ ও কমিউনিটি লিডারদের সমন্বয়ে গঠিত ইউনিয়ন ডেভেলপমেন্ট ফোরাম (ইউডিএফ), ইউনিয়ন পরিষদ ও সরকারি বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের কার্যক্রমে সমন্বয়, জনঅংশগ্রহণ এবং সমন্বিত পরিকল্পনা প্রণয়ণই হচ্ছে উক্ত ওরিয়েন্টশনের উদ্দেশ্য। ওরিয়েন্টশনের সহায়ক ছিলেন ডেমক্রেসিওয়াচ-এর প্রোগ্রাম অফিসার মিজানুর রহমান রাজিব, সহ-সহায়ক ছিলেন নুর নাহার এবং মিরাজ রহমান।উল্লেখ্য, লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এলডিপি) ইউএসএআইডি’র অর্থায়নপুষ্ট পাঁচ বছর মেয়াদি একটি কার্যক্রম। এ প্রকল্পের লক্ষ্য হলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় কার্যকর ও সক্রিয়ভাবে সম্পৃক্ত করতে নাগরিকদের অংশীদারিত্ব ও দক্ষতা বৃদ্ধি করা এবং সমাজের উন্নয়ন ত্বরান্বিত করা।এ প্রকল্প কমিউনিটি ও যুব সম্প্রদায়কে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিবর্তনের দূত হতে, কমিউনিটিতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও তা স্থায়ীত্বশীল করতে সহায়তা করছে। কাউন্টারপার্ট ইন্টারন্যাশনালের কারিগরি সহযোগিতায় টাঙ্গাইল সদর উপজেলায় এই প্রোগ্রামটি বাস্তবায়ন করছে ডেমক্রেসিওয়াচ।বিএ

Advertisement