খেলাধুলা

গর্ডন গ্রিনিজের চোখে বিশ্বকাপে কেউ ফেবারিট নয়

আজ (বৃহস্পতিবার) দুপুর আড়াইটায় লন্ডন থেকে ঢাকায় নেমেছেন। দুই দিন থাকবেন। বঙ্গবন্ধু কাপ গলফ উপলক্ষ্যে ন্যাশনাল ব্যাংক এর স্পন্সর তাকে আমন্ত্রণ জানিয়েছে ।

Advertisement

বিকেলে কুর্মিটোলা গলফ ক্লাবে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপে গর্ডন গ্রিনিজ প্রথমেই টিম বাংলাদেশকে শুভ কামনা জানিয়েছেন।

তার বিশ্বাস, ধারাবাহিকতা বজায় রেখে খেলতে পারলে বিশ্বকাপে ভালো করার পর্যাপ্ত সামর্থ্য আছে বাংলাদেশের। তার ভাষায়, 'বর্তমানে বিশ্ব ক্রিকেটে কোন দলেরই একক আধিপত্য নেই। এখন কোন দলই তেমন ভাবে প্রভাব বিস্তার করতে পারে না। তাই আমার চোখে ফেবারিট কেউ নেই। তবে অন্য যে কোন দলের চেয়ে ভারত এগিয়ে।'

ক্যারিবীয় এই কিংবদন্তি সম্ভাবনা দেখছেন বাংলাদেশেরও, 'অন্যান্য দল বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান আর বাংলাদেশেরও অঘটন ঘটানোর ক্ষমতা আছে। তবে এ তিনটি দলেরই ধারাবাহিকতার অভাব। বাংলাদেশ যদি ধারাবাহিকতা বজায় রেখে খেলতে পারে, তাহলে ভালো করবে এমন বিশ্বাস আছে আমার।'

Advertisement

বাংলাদেশকে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানো এই কোচ আরও যোগ করেন, 'বাংলাদেশের সাথে আমার অনেক স্মৃতি। অনেক ঘটনা জড়িয়ে আছে। বিসিবি ডিরেক্টরদের সাথে দেখা করতে চাই।'

এআরবি/এমএমআর/পিআর