রাজনীতি

ছিনতাইয়ের ঘটনায় ঢাবি ছাত্রলীগ নেতাসহ আটক ২

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছিনতাইয়ের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) জগন্নাথ হল শাখার ছাত্রলীগের সহ-সভাপতি রাজিব বাড়ৈ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক অমিত কুমার দাসকে আটক করেছে পুলিশ।গত ১৬ আগস্ট রাতে আনসার আলী লিমন নামে এক যুবকের এটিএম কার্ড ছিনিয়ে নেয় তারা। পরে এটিএম বুথ থেকে টাকা উত্তোলনও করে। বুথের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়।তবে সংশ্লিষ্ট সূত্রের অভিযোগ, সিসি ক্যামেরার ফুটেজ থাকা সত্ত্বেও পুলিশ দুই সপ্তাহ পার হলেও তাদের আটক করেনি পুলিশ। পরে সোমবার সন্ধ্যায় ওই ঘটনার শিকার আনসার আলী লিমন নিজ উদ্যোগে তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক দুইজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জাগো নিউজকে বলেন, ‘দুজনকে আটক করা হয়েছে। সত্যতার ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।ঢাবি একাধিক সূত্রের দাবি, ওই ঘটনার শিকার লিমন নিজেই তাদের আটক করে পুলিশে দিয়েছেন। এদের মধ্যে অমিত কুমার দাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হলেও ঢাবির জগন্নাথ হলেই থাকতেন। এতে ছাত্রলীগের আরো বেশ কয়েকজন জড়িত আছে।এর আগে আনসার আলী লিমন নামে ওই ভুক্তভোগী যুবক এই প্রতিবেদককে জানিয়েছিলেন, গত ১৬ আগস্ট রোববার রাত ৯টার পর সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে শিখা চিরন্তনী দিয়ে যাওয়ার সময় তাকে ও তার মেয়েবন্ধুর পথ আটকায় ছিনতাইকারীরা।তারা মোবাইল-মানিব্যাগ ও মেয়েবন্ধুর গলার চেইন ও মোবাইল সব নিয়ে নেয়। মানিব্যাগ থেকে ডাচ বাংলা ব্যাংকের এটিএম কার্ড বের করে জোর করে তার পাসওয়ার্ড নিয়ে ব্যাংকটির টিএসসির বুথ থেকে ৫০ হাজার টাকা উত্তোলন করে নিয়ে যায়।ব্যাংকের সিসিটিভির তথ্যানুসারে, রাত ৯টা ২৯ মিনিট থেকে ৯টা ৩১ এর মধ্যে তারা এ কাজ সম্পন্ন করে। পরে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে লিমন শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নং-৮৯৭।জেইউ/বিএ

Advertisement