স্বাস্থ্য

বিএসএমএমইউ’র বিএসসি নার্সিং শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বিএসসি নার্সিং কোর্সের ৯ম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল ১০টায় রাজধানীর পরীবাগস্থ বিএসএমএমইউয়ের গ্রাজুয়েট নার্সিং বিভাগে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএমএমইউ উপাচার্য় অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া । বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক।

Advertisement

এতে সভাপতিত্ব করেন নার্সিং অনুষদের ডীন অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান।

প্রধান অতিথির বক্তব্যে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, নার্সিং মহৎ পেশা। এই মহৎ পেশার মর্যাদা রক্ষায় বিএসসি নার্সিং বিষয়ে অধ্যয়নরত প্রত্যেক ছাত্রছাত্রীকে অবশ্যই দক্ষ নার্স হিসেবে গড়ে তুলতে হবে যাতে করে রোগীদেরকে আন্তর্জাতিকমানের নার্সিং সেবা প্রদান করা সম্ভব হয়।

উপাচার্য তার বক্তব্যে আধুনকি নার্সিং সেবার অগ্রদূত, আর্ত-মানবতার সেবায় মূর্ত-প্রতীক, মহীয়সী নারী ফ্লোরেন্স নাইটিংগেলের আদর্শে উজ্জীবিত হয়ে রোগীদেরকে সেবা দানের আহ্বান জানান।

নবীনবরণ অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের শপথ বাক্য পাঠ করান গ্রাজুয়েট নার্সিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মেবেল ডি রোজারিও।

Advertisement

স্বাগত বক্তব্য রাখেন চিফ এস্টেট অফিসার ও বিএসসি নার্সিং ডেভেলপমেন্ট কমিটির সদস্য সচিব ডা. এ কে এম শরীফুল ইসলাম।

এমইউ/এমবিআর/এমকেএইচ