অর্থ বিভাগের কাজে গতিশীলতা ও উদ্ভাবনী দক্ষতা সৃষ্টি এবং নাগরিক সেবা প্রদান প্রক্রিয়া দ্রুত ও সহজীকরণের পন্থা উদ্ভাবন ও চর্চার লক্ষ্যে ‘ইনোভেশন টিম’ পুনর্গঠন করেছে অর্থ মন্ত্রণালয়।
Advertisement
গত ২ মার্চ অর্থ বিভাগের উপ সচিব মুন্সী আবদুল আহাদ স্বাক্ষরিত অফিস আদেশে এ টিম পুনর্গঠন করা হয়। টিম কর্মপরিকল্পনা বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার জন্য প্রতিমাসে অন্তত একবার বৈঠক করবে।
অর্থ বিভাগের অতিরিক্ত সচিব বেগম তহমিনা বেগমকে টিমের চিফ ইনোভেশন অফিসার এবং যুগ্ম সচিব মো. মিজানুল হক চৌধুরীকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া কমিটিতে আরও ছয় সদস্য রয়েছেন।
তারা হলেন- অতিরিক্ত সচিব আ. গাফফার খান, মো. হাবিবুর রহমান, মো. আজিজুল আলম, যুগ্ম সচিব মো. সাইদুর রহমান, উপ সচিব মুন্সী আবদুল আহাদ এবং সিনিয়র সিস্টেম এনালিস্ট মো. আবু বাতেন তালুকদার।
Advertisement
ইনোভেশন টিমের কার্য পরিধিতে বলা হয়েছে, অর্থ বিভাগের সেবা প্রদান প্রক্রিয়া এবং কাজের অভ্যন্তরীণ প্রক্রিয়ায় গুণগত পরিবর্তন আনয়ন। এ সংক্রান্ত কার্যক্রমের বাৎসরিক কর্মপরিকল্পনা প্রণয়ন এবং বছরের শুরুতে মাসিক সমন্বয় সভায় অনুমোদন গ্রহণ এবং তা বাস্তবায়নে কাজ করা। প্রতিমাসে টিমের সভা, কর্মপরিকল্পনার বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা এবং মাসিক সমন্বয় সভায় উপস্থাপন করবে। সিঅ্যান্ডএজি, সিজিএ অফিস, জেলা-উপজেলা পর্যায়ে গঠিত সংশ্লিষ্ট অন্য ইনোভেশন টিমের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় সাধন।
প্রতি বছরের ৩১ জানুয়ারির মধ্যে পূর্ববর্তী বছরের একটি পূর্ণাঙ্গ বাৎসরিক প্রতিবেদন প্রণয়ন করে তা মন্ত্রিপরিষদ বিভাগে প্রেরণের পাশাপশি নিজস্ব ওয়েবসাইটে তা প্রকাশ করতে হবে।
এমইউএইচ/এএইচ/এমকেএইচ
Advertisement