দেশজুড়ে

ট্রেন থামিয়ে পাটকল শ্রমিকদের ভাঙচুর

নরসিংদীতে মজুরি কমিশন বাস্তাবায়নসহ ৯ দফা দাবি আদায়ে রেললাইন অবরোধ করেছেন শ্রমীকরা। এ সময় ট্রেনের বেশ কয়েকটি বগির জানালার গ্লাস ভাংচুর করা হয়। পরে রেললাইনে আগুন জ্বেলে বিক্ষোভ প্রদর্শন করেন তারা।

Advertisement

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ইউএমসি জুট মিলের শ্রমিক কর্মচারীরা বাশাইল রেলগেট ও তরোয়া এলাকায় এ অবরোধ করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, মজুরি কমিশন বাস্তাবায়নসহ ৯ দফা দাবিতে গাত ৪ দিন যাবৎ কর্মবিরতি ও নানা কর্মসূচি পালন করছেন ইউএমসি জুট মিলের শ্রমিক কর্মচারিরা। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ইউএমসি জুট মিলের শ্রমিক কর্মচারীরা বাশাইল রেলগেট এলাকায় অবরোধ করেন।

এ সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলি এক্সপ্রেসের একটি ট্রেন থামিয়ে দেন তারা। পরে উত্তেজিত শ্রমিকরা ট্রেনের বেশ কয়েকটি বগির জানালার গ্লাস ভাংচুর করেন। পরে সদর মডেল থানা পুলিশ, রেলওয়ে পুলিশ ও ফায়রা সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের সরিয়ে নিলে দুপুর ১২টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়।

Advertisement

সঞ্জিত সাহা/এফএ/জেআইএম