জনগণের কাছে ক্ষমা চেয়েছেন আলজেরিয়ার বিদায়ী প্রেসিডেন্ট আবদেল আজিজ বুতেফলিকা। এক চিঠিতে তিনি দেশের জনগণের কাছে ক্ষমা চেয়েছেন।
Advertisement
প্রায় ২০ বছর ধরে ক্ষমতায় ছিলেন বুতেফলিকা। দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকার বিষয়ে এই প্রেসিডেন্ট জানিয়েছেন তিনি দেশের প্রতি তার অবদানের জণ্য গর্বিত। তবে তিনি এটা বুঝতে পেরেছেন যে, তিনি তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন।
বুতেফলিকা আরও বলেন, তিনি আলজেরিয়ার ভবিষ্যতের কথা চিন্তা করে কোন ভয় বা দুঃখ ছাড়াই রাজনৈতিক জীবনের ইতি টানলেন।
দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভের ছয় সপ্তাহ পরে মঙ্গলবার পদত্যাগ করেন বুতেফলিকা। গত সপ্তাহে আলজেরিয়ার সেনা প্রধান লে. জেনারেল আহমেদ গায়েদ সালাহ তাকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান।
Advertisement
এক চিঠিতে ৮২ বছর বয়সী এই প্রেসিডেন্ট তার প্রতি তার প্রিয় ভাই-বোনদের ভালোবাসা এবং সম্মানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তিনি বলেন, একজন মানুষ হিসেবে যে কোন ধরনের ব্যর্থতার জন্য আমি ক্ষমা চাচ্ছি। তিনি আলজেরিয়ার জনগণের মধ্যে ঐক্য রাখতে এবং তাদের মধ্যে যেন কখনও বিভেদ সৃষ্টি না হয় সেজন্য আহ্বান জানিয়েছেন।
ছয় বছর আগে স্ট্রোক করার পর থেকে লোকচক্ষুর অন্তরালে থেকেই দেশ পরিচালনা করছিলেন এই প্রেসিডেন্ট। তাকে খুব কমই জনসম্মুখে দেখা গেছে।
টিটিএন/জেআইএম
Advertisement