ইতালির রাজধানীতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ওঠতি বয়সের শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রবাসের নতুন প্রজন্মকে বাংলাদেশ জানাতে, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে জানাতে সম্প্রতি শিশুদের নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
Advertisement
বাংলাদেশ সমিতি আয়োজিত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিল বৃহত্তর ঢাকা সমিতি ইতালি। মসজিদ-এ-রোম ও মসজিদ-এ-উম্মাহ ব্যবস্থাপনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন সমিতির সভাপতি হাসানুজ্জামান।
বাংলাদেশ সমিতি ইতালির সাবেক সভাপতি নূরে আলম সিদ্দিকী বাচ্চু ও বর্তমান সাধারণ সম্পাদক আবুল কালাম সায়মনের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর ফরাজী, ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু, ইতালি বিএনপির সাবেক সভাপতি তাইফুর রহমান ছোটন।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক জামান মোক্তার, ইতালি আওয়ামী লীগের প্রচার সম্পাদক মান্নান মাতবর, বাংলাদেশ সমিতির সাংগঠনিক সম্পাদক আবু সাইদ ভূইয়া, মহিলা সমাজ কল্যাণ সমিতির সভাপতি লায়লা শাহ, অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জমির হোসেন বক্তব্য দেন।
Advertisement
অন্যদের মধ্যে ইতালি বাংলা প্রেস ক্লাবের সভাপতি খান রিপন, সাধারণ সম্পাদক রিয়াজ হোসেন, বৃহত্তর ঢাকা যুব পরিষদের সাধারণ সম্পাদক মাহি আলম শ্যামল, বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি ইব্রাহীম খলিল, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি অলি উদ্দিন শামীম, যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির সভাপতি মাফিজুল ইসলমা রাসেল, বরিশাল জেলা সমিতির সভাপতি মোস্তাক আহমেদ উপস্থিত ছিলেন।
সার্বিক ব্যবস্থাপনায় ছিল বৃহত্তর ঢাকা সমিতি ইতালির সাধারণ সম্পাদক মঞ্জুর আহাম্মেদ মঞ্জু। অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শতাধিক শিশু কিশোর অংশগ্রহণ করে।
এমআরএম/জেআইএম
Advertisement