রোহিঙ্গাদের প্রত্যাবাসন সহায়ক নিরাপদ পরিবেশ তৈরিতে আশিয়ান ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। বুধবার থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ডন প্রামুদিনাইয়ের সঙ্গে বৈঠকের পর এ মন্তব্য করেন তিনি।
Advertisement
বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, বর্তমান থাই পররাষ্ট্রমন্ত্রী আশিয়ানের চেয়ারম্যান। ফলে রোহিঙ্গা ইস্যুতে ভূমিকা রাখার জন্য আশিয়ানের কাছে সাহায্য চেয়েছে বাংলাদেশ। মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে চায়। তবে রোহিঙ্গারা সেখানে যেতে আস্থা পাচ্ছে না। কারণ সেখানে এখনও সহায়ক পরিবেশ নেই।
তিনি বলেন, সেখানে সহায়ক পরিবেশ ফিরিয়ে আনতে এবং রোহিঙ্গাদের নিরাপদ ও নিরাপত্তা দিতে আশিয়ানকে ভূমিকা রাখার জন্য বলা হয়েছে। তারা এ বিষয়ে ঐকমত্য হয়েছেন। আশিয়ান ইতেমধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে ভূমিকা রেখেছে। সেখানে আশিয়ান হিউম্যানটেরিয়ান অ্যাসিস্ট্যান্ট সেন্টার প্রতিষ্ঠা করেছে।
জেপি/বিএ
Advertisement