ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে ভিসির বাসভবনের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন শুরু করেছে সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদ।
Advertisement
নুরের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিভিন্ন আবাসিক হল থেকে বহিরাগতদের বহিষ্কার- এ দুই দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন।
তিনি বলেন, ‘দাবি আদায়ে প্রয়োজনে লাশ হয়ে ফিরব।’
মঙ্গলবার রাত সোয়া ১১টায় ভিসির বাসভবনের সামনে গিয়ে দেখা যায়, গেটের সামনে হামলার শিকার নুর লম্বা হয়ে শুয়ে আছেন। সাধারণ শিক্ষার্থীরা তাকে ঘিরে আছেন।
Advertisement
কিছুক্ষণ পর সলিমুল্লাহ মুসলিম হলের এক দল শিক্ষার্থীকে নুরের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়। ‘ভুয়া নুরের দুই গালে, জুতা মারো তালে তালে’ ইত্যাদি নানা স্লোগান দিতে থাকে।
এর আগে, সন্ধ্যা পৌনে ৬টার দিকে সলিমুল্লাহ মুসলিম হলে এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে স্মারকলিপি দিতে গিয়ে ছাত্রলীগের হাতে অবরুদ্ধ হন নুর। এরপর পৌনে ৮টার দিকে হল প্রাধ্যক্ষের নিরাপত্তায় তিনি বের হন।
এমইউ/বিএ
Advertisement