খেলাধুলা

জরুরি কোনো পরিস্থিতি এলে হয়তো ফিরবেন কুক

 

গত সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন সাবেক ইংলিশ অধিনায়ক স্যার অ্যালিস্টার কুক। অবসরের আগে টেস্ট ক্রিকেটে ১২৪৭২ রান করে গড়েছেন ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ টেস্ট রানের রেকর্ড।

Advertisement

ক্রিকেটে তার অবদানের জন্য পেয়েছেন সম্মানজনক নাইটহুড, নামের সঙ্গে যোগ হয়েছে স্যার উপাধি। তবু মাত্র ৩৪ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোয় ভক্ত-সমর্থক মহলে ছিলো চাপা অনুযোগ, দাবী ছিলো আরও কিছুদিন খেলে যাওয়ার।

সে দাবী আরও জোরালো হয় গত শুক্রবার কাউন্টি ক্রিকেটে কুকের দল এসেক্সের অধিনায়ক রায়ান টেন ডোশেটের কথার পর। যেখানে তিনি বলেন, ‘অবশ্যই, (কুকের জাতীয় দলে ফেরার) সম্ভাবনা আছে। আমি তার জাতীয় দলে ফেরার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না। সে যদি মনে করে এবং ভালো খেলতে থাকে তাহলে হয়তো ফেরার ইচ্ছা জাগতেও পারে। আর আমি মনে করি তার জাতীয় দলে না ফেরার কোনো কারণ নেই।’

ডোশেটের এমন মন্তব্যের পর ডালপালা ছড়াতে থাকে কুকের জাতীয় দলে ফেরার গুঞ্জন। ইংল্যান্ড ক্রিকেটের ভক্ত-সমর্থকরা আশায় বুক বাঁধেন হয়তো আসন্ন অ্যাশেকে পুনরায় জাতীয় দলের জার্সিটি গায়ে চাপাবেন সাবেক অধিনায়ক কুক।

Advertisement

আপাতত সে সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন কুক। জাতীয় দলে ফেরার সম্ভাবনার ব্যাপারে জিজ্ঞেস করা হলে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘একটা টিভি শোতে আমাকে ভিন্ন ভিন্ন ১৮টি পরিস্থিতি সামনে রেখে একটি মজাদার প্রশ্ন করা হয়েছিল। আমি সেখানে উত্তর দিয়েছিলাম যে, ‘আপনি কখনোই বলতে পারবেন না যে এটা হবে না।’ তবে দেখুন আমি ইংল্যান্ডের হয়ে শেষ ম্যাচটি খেলে ফেলেছি।’

এ কথা বললেও কুক বাঁচিয়ে রাখলেন রোমাঞ্চ, হয়তো ভবিষ্যতের জন্য। তার ভাষ্যে, ‘তবে সবসময়ই একটা ব্যাপার থাকে। যদি জরুরী কোনো পরিস্থিতি হাজির হয় অথবা তেমন কিছ হয়ে তাহলে হয়তো...সত্যি বলতে আমি ফেরার ব্যাপারে একবারও ভাবিনি। টেন ডোশেট কী বলেছে তা শুনেছি আমি। কিন্তু আমি ইংল্যান্ডের হয়ে দারুণ ১২টি বছর কাটিয়েছি। এখন পরবর্তী প্রজন্মের নিজেদের প্রমাণ করার সময়।’

এসএএস/এমএস

Advertisement