দেশজুড়ে

সব কিছু পারে রকি

নেই আঙুল, দুই হাতের কেবল কবজি আছে মেহেদি হাসান রকির। এই দুই হাত দিয়ে কলম ধরে এবারের এইচএসসি পরীক্ষায় বসেছে রাজশাহীর বাঘা উপজেলার মেধাবী এ শিক্ষার্থী।

Advertisement

মেহেদি হাসান রকি উপজেলার আড়ানী পৌরসভার গোচর গ্রামের আকছেদ আলীর ছেলে। আড়ানী ডিগ্রি কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে সে।

২০১৭ সালে আড়ানী মনোমোহীনি সরকারি উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করে। পঞ্চম ও অষ্টম শ্রেণিতে জিপিএ-৫ পেয়েছিল সে।

মেহেদি হাসান রকি পরীক্ষা দিচ্ছে আড়ানী আলহাজ এরশাদ আলী ডিগ্রি মহিলা কলেজ কেন্দ্রে। মঙ্গলবার বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় অংশ নিয়েছে প্রতিবন্ধী এ শিক্ষার্থী। কেন্দ্রের ৩০২ নম্বর কক্ষে পরীক্ষা দিচ্ছে মেধাবী এ শিক্ষার্থী। বিধি অনুযায়ী বর্ধিত সময় পাচ্ছে রকি।

Advertisement

পরীক্ষা শেষে রকি জানায়, বাংলার দুই বিষয়ে ভালো পরীক্ষা হয়েছে তার। ভালো ফলাফল করে ভবিষ্যতে প্রশাসনিক কর্মকর্তা হতে চায় সে। নিজ হাতে পরিবারের হালও ধরতে চায় রকি।

রকির বাবা আকছেদ আলী বলেন, রকি আমার বড় ছেলে। শারীরিক প্রতিবন্ধিতা নিয়ে জন্ম নেয় সে। কিন্তু এ প্রতিবন্ধিতা রকিকে দমাতে পারেনি। নিজের সব কাজ সে একাই করতে পারে। খেলাধুলা সাইকেল চালানো, সবই কিছু একাই করতে পারে রকি।

আকছেদ আলী আরও বলেন, পৈতৃক দুই বিঘা জমিই সম্বল আমার। এ জমির আয় দিয়েই দুই ছেলের পড়াখেলা ও সংসারের খরচ জোগান দেই। অনেক কষ্টে তাদের পড়ালেখা চালিয়ে নিচ্ছি।

বাঘা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, রকির দুই হাতের আঙুল নেই। তবু দুই হাত দিয়ে অনেকটা সাবলীলভাবে লিখে যাচ্ছে এ পরীক্ষার্থী। হাতের লেখাও অন্যদের চেয়ে ভালো। বিধি অনুযায়ী এ পরীক্ষার্থী সব সুবিধা পাচ্ছে বলে জানান তিনি।

Advertisement

ফেরদৌস সিদ্দিকী/এএম/এমএস