প্রথমবারের মত একটি গানে একসঙ্গে কন্ঠ দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী শফিক তুহিন ও সেরাকন্ঠ তারকা মৌমিতা তাশরিন নদী। গানের নাম ‘রবি ঠাকুরের গান’। ফয়সাল রাব্বিকীনের কথায় গানটির সুরও করেছেন শফিক তুহিন। আর সংগীতায়োজন করেছেন জে কে মজলিশ। সম্প্রকি জেকে’র মোহাম্মদপুরস্থ স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটি ফয়সাল রাব্বিকীনের কথা আয়োজনে ঈগল মিউজিকের ব্যানারে ঈদে প্রকাশ পেতে যাওয়া ‘প্রেমকাব্য’ অ্যালবামে স্থান পাবে। ইমরান, শফিক তুহিন ও বেলাল খানের ৯ টি গান নিয়ে সাজানো হচ্ছে অ্যালবামটি। এখানে প্রত্যেকের একটি করে দ্বৈত গানও থাকছে। তারই ধারাবাহিকতায় শফিক তুহিনের সঙ্গে এ ভিন্নধর্মী গানটিতে কন্ঠ দিলেন নদী। ‘টুপটাপ বৃষ্টি ঝরছে অবিরাম, মনের ভেতর বেজে চলেছে রবি ঠাকুরের গান’ -এমন কথা দিয়ে সাজানো এ গানটি অ্যালবামের অন্যতম গান হিসেবে ঠাঁই পাচ্ছে। এ গান প্রসঙ্গে শফিক তুহিন বলেন, ‘এটা একদমই আলদা কথা, সুর ও সংগীতায়োজনের একটি গান। অনেক সময় নিয়ে এর সুর করেছি। গানটির সঙ্গে একটি রবীন্দ্র সংগীতের লাইনও যোগ করা হয়েছে। এটা আমার মনে হয় শ্রোতাদের জন্য একটি ভাল চমক হিসেবেই ধরা দেবে। গানটি আমার সঙ্গে গেয়েছে নদী। অসাধারনণ গেয়েছে সে।’গানটি প্রসঙ্গে নদী বলেন, ‘শফিক তুহিন ভাইয়ের সঙ্গে প্রথমবারের মত গাইলাম। গানের কথা অসাধারণ। সুর-সংগীতও সেরকমভাবেই করা হয়েছে। সব মিলিয়ে গানটি শুনলে অন্যরকম একটি রোমান্টিক অনুভূতি মনে কাজ করবে। আমি গানটি নিয়ে অনেক আশাবাদি। আশা করছি শ্রোতাদেরও ভাল লাগবে।’গানটি নিয়ে গীতিকার ফয়সাল রাব্বিকীন বলেন, ‘এটা আমার প্রেমকাব্য অ্যালবামের মধ্যে বেশ ভিন্নধর্মী একটি গান। আমার মনে হয় এরকম গান এর আগে শ্রোতারা শুনেননি। একেবারেই আলাদা একটি আইডিয়া নিয়ে গানটি করা। শ্রোতাদের ভাল লাগবে বলেই আমার বিশ্বাস।’ উল্লেখ্য, ‘প্রেমকাব্য’ অ্যালবামটি আসছে কোরবানি ঈদে ঈগল মিউজিকের ব্যানারে প্রকাশ পাবে।এলএ/পিআর
Advertisement