রাজনীতি

মোকাব্বিরকেও বেইমান প্রতারক বললেন ফখরুল

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের মনোনয়নে উদীয়মান সূর্য প্রতীকে সিলেট-২ আসন থেকে নির্বাচিত মোকাব্বির খান সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিএনপি। দলটির মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এরা বেইমান, জনগণের সঙ্গে বেইমানি করেছে, প্রতারণা করেছে। এটা তার নিজের দলের সঙ্গে, জনগণের সঙ্গে এবং ঐক্যফ্রন্টের সঙ্গে প্রতারণা।’

Advertisement

মঙ্গলবার (২ এপ্রিল) সংসদ সদস্য হিসেবে মোকাব্বির খান শপথ নেওয়ায় পর জাগো নিউজের কাছে মির্জা ফখরুল এসব কথা বলেন। এর আগে গত ৭ মার্চ ঐক্যফ্রন্টের ব্যানারে ধানের শীষ প্রতীকে নির্বাচিত আরেক গণফোরাম নেতা সুলতান মোহাম্মদ মনসুর সংসদ সদস্য হিসেবে শপথগ্রহণ করেছেন। সে সময় সুলতান মনসুরকেও প্রতারক ও বেইমান বলেছিলেন মির্জা ফখরুল।

আরও পড়ুন >> শপথ নিলেন মোকাব্বির খান

মোকাব্বির খানের শপথগ্রহণ সম্পর্কে চাঁপাইগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির যুগ্ম মহাসচিব মো. হারুন উর রশীদ জাগো নিউজকে বলেন, ‘আমাদের মহাসচিবও নির্বাচিত, তার কাছে জিজ্ঞেস করেন। আমরা তো দলীয় শৃঙ্খলার মধ্যে থাকি। উনিও তো একজন নির্বাচিত সংসদ সদস্য।’

Advertisement

ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত উকিল আব্দুস সাত্তার বলেন, ‘বিষয়টি নিয়ে আমাদের দলীয়ভাবে আলোচনা হচ্ছে।’ আপনারাও শপথ নেবেন কি-না, এ বিষয়ে আলোচনা হচ্ছে কি? জানতে চাইলে তিনি বলেন, ‘দলীয়ভাবে আলোচনা হচ্ছে। আমাদের কাছে এখনও কিছু বলা হয়নি।’

আরও পড়ুন >> দলের অনুমতি নিয়েই শপথ, দাবি মোকাব্বিরের

বিষয়টি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। ঐক্যফ্রন্ট নেতাদের কাছে জিজ্ঞেসা করেন।’

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠন করেছে আওয়ামী লীগ। নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ঐক্যফ্রন্টের নির্বাচিত প্রার্থীরা শপথগ্রহণ না করার সিদ্ধান্ত নেন। তবে নির্বাচনে ঐক্যফ্রন্টের জয়ী মোট ৭ জনের মধ্যে গণফোরামের সুলতান মোহাম্মদ মনসুরের পর একই দলের নির্বাচিত সদস্য মোকাব্বির খান শপথ নিলেন।

Advertisement

আরও পড়ুন >> মোকাব্বিরকে ব্ল্যাকমেইলার বললো গণফোরাম

এদিকে গণফোরাম ও জাতীয় ঐক্যফ্রন্টের সিদ্ধান্তের বাইরে শপথগ্রহণ করায় সুলতান মোহাম্মদ মনসুরের ন্যায় মোকাব্বির খানকে গণফোরাম থেকে বহিষ্কার করা হচ্ছে বলে জানা গেছে। জাতীয় ঐক্যফ্রন্টের মিডিয়া কো-অর্ডিনেটর ও গণফোরাম নেতা লতিফুল বারী হামিম জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।

কেএইচ/আরএস/এমকেএইচ