সাতক্ষীরায় জাহাঙ্গীর হোসেন (৩০) নামে এক এনজিওকর্মীর জিহ্বা কেটে দিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার রাত ৮টার দিকে সদর উপজেলার গাভা বাবলাতলা মাছের সেট এলাকায় এ ঘটনা ঘটে।
Advertisement
সদর উপজেলার ব্যাংদহা বাজারের ডা. সুমল সরদার জানান, বেসরকারি সংস্থা আশা’র ব্যাংদহা শাখার মাঠ কর্মী কলারোয়া উপজেলা সদরের তুলসীডাঙার জাহাঙ্গীর হোসেন সোমবার সন্ধ্যা ৭টার দিকে ঋণ ও সঞ্চয় আদায় শেষে অফিসে ফিরছিলেন। পথিমধ্যে গাভা বাবলাতলা মাছের সেটের পাশে বেড়িবাঁধের ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেলে আসা তিনজন তার বাইসাইকেলের গতিরোধ করে। এ সময় তার ব্যাগে থাকা ঋণ ও সঞ্চয় আদায়ের ১৫ হাজার টাকা তারা কেড়ে নেয়। ছিনতাইয়ে বাধা দেয়ার সময় তার গলা ও জিহ্বা ব্লেড দিয়ে কেটে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
আশা’র ব্যাংদহা শাখার ব্যবস্থাপক আল আমিন আল মামুন জানান, দুই সপ্তাহ আগে জাহাঙ্গীর তাদের অফিসে যোগদান করেছে।
এ বিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, এনজিওকর্মীকে জিহ্বা কেটে হত্যার চেষ্টা চালানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
Advertisement
আকরামুল ইসলাম/আরএআর/এমকেএইচ