চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছে। সোমবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
Advertisement
নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুরর মড়লপাড়ার মো. কালুর ছেলে মিলন (২১) এবং একই ইউনিয়নের ঠুঠাপাড়ার আফসার হোসেনের ছেলে সেনারুল ইসলাম (২০)।
স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান বলেন, রাত ৩টার দিকে মাসুদপুর সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে যাচ্ছিলেন বেশ কয়েকজন গরু ব্যবসায়ী যুবক। এ সময় ভারতের শোভাপুর ক্যাম্পের বিএসএফ সদস্যদের গুলিতে সীমান্তেই মিলন ও সেনারুল গুলিবিদ্ধ হয়। পরে তাদের সঙ্গীরা গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে উদ্ধার করে বাংলাদেশে আনলে প্রথমে মারা যান মিলন। এরপর আহত অবস্থায় রাজশাহী নিয়ে যাওয়ার পথে মারা যান সেনারুল ইসলাম।
নিহত সেনারুলের ভাই এনামুল হক জানান, সেনারুল রাতে গরু আনতে ভারত যায়। এ সময় বিএসএফ গুলি করলে সে আহত হয়। তার সঙ্গীরা রাত সাড়ে ৩টার দিকে সেনারুলকে গ্রামের বাড়িতে পৌঁছে দিলে বাড়ির লোকজন চিকিৎসার জন্য হাসপাতাল নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।
Advertisement
চাঁপাইনবাবগঞ্জ ৫৩-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ সারওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কাদের গুলিতে তারা মারা গেছেন তা নিশ্চিত করতে পারেননি।
শিবগঞ্জ থানা পুলিশের ওসি (তদন্ত) সেলিম রেজা বলেন, নিহত দুই গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করতে পুলিশ ঘটনাস্থলে গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হবে।
মোহাঃ আব্দুল্লাহ/আরএআর/এমকেএইচ
Advertisement