জাতীয়

২৪ এপ্রিলকে ‘শ্রমিক শোক দিবস’ ঘোষণার দাবি

রানা প্লাজা দুর্ঘটনার দিনটিকে (২৪ এপ্রিল) ‘শ্রমিক শোক দিবস’ ঘোষণাসহ ৯ দফা দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট।

Advertisement

সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে রানা প্লাজা ধসের ৬ষ্ঠ বার্ষিকী স্মরণে আয়োজিত এক সমাবেশে এ দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশে শ্রম সস্তা এবং শ্রমিকের জীবনও সস্তা এমন ধারণা সবার মধ্যে রয়েছে। কিন্তু এ শ্রমিকরা কত কষ্টকরে জীবনযাপন করে এ বিষয়ে কারো উদ্যোগ নেই। শ্রমিকদের দুঃখ না বুঝতে পারলে অর্থনীতির স্থায়ী উন্নতি এবং বৈষম্য দূর করা সম্ভব নয়।

এ সময় আয়োজকদের পক্ষ থেকে বেশ কিছু দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে- শ্রম আইন সংশোধন করে কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা, অবহেলার জন্য মালিকদের সর্বোচ্চ শাস্তির বিধান রাখা, কর্মক্ষেত্রে আহতদের ক্ষতিপূরণ দিতে নিশ্চিত করা, মুজরি আন্দোলনের কারণে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।

Advertisement

গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি আহসান হাবিব বুলবুলের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ। এ সময় আরও উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কোষাধ্যক্ষ জুলফিকার আলী , গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সহ-সভাপতি খালেকুজ্জামান লিপন, শ্রমিক নেতা খুরশিদ আলম মিথুন, জাহাঙ্গীর আলম, সৌমিত্র কুমার দাস প্রমুখ।

এএস/জেএইচ/পিআর