বিনোদন

জায়গির মাস্টারের জন্য মাওনায় তারকারা

বর্তমান সময়ের ধারাবাহিক নাটকগুলোতে পারিবারিক সম্পর্কের বন্ধন একেবারেই খুঁজে পাাওয়া যায় না বললেই চলে। সে ভাবনায় দারুণ এক গল্পে নির্মাতা এস এ হক অলিক নির্মাণ করছেন জায়গির মাস্টার।

Advertisement

তার ধারাবাহিক এই নাটকটি এরইমধ্যে বাংলাভিশনে প্রচার হচ্ছে প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত ৯টা ৪৫ মিনিটে।

এ নাটকে এটিএম শামসুজ্জামান আজগর মোল্লা, লাভলু মোমিনুল ও অপূর্ব রাতুল চরিত্রে অভিনয় করছেন।

সম্প্রতি নতুন করে শুরু হয়েছে নাটকটির শুটিং। রাজধানীর অদূরে গাজীপুরের মাওনা’তে একটি রিসোর্টে এর দৃশ্যধারণে অংশ নিচ্ছেন এটিএম শামসুজ্জামান, অপূর্ব ও লাভলুসহ একাধিক তারকা।

Advertisement

নাটকটি সম্পর্কে কিংবদন্তী অভিনেতা এটিএম শামসুজ্জামান বলেন, ‘অলিকের মধ্যে ভালো নাটক নির্মাণের যে পিপাসা তা আমাকে মুগ্ধ করে। ভীষণ ধৈর্য্যশীল একজন নির্মাতা। এখানে খুব ভালো শিল্পীদের নিয়ে সে কাজ করছে। আমি অনেকদিন পর তৃপ্তি নিয়ে একটা নাটকে অভিনয় করার সুযোগ পেলাম।

এখন পর্যন্ত নাটকটি ৬২ পর্ব প্রচার করেছে। দর্শক প্রতিক্রিয়া খুব ভালো। কাজ করে দর্শকের কাছ থেকে তার মূল্যায়ণ না পেলে ভালো লাগে না। ‘জায়গির মাস্টার’ সেই ভালো লাগাটা দিয়েছে।’

অপূর্ব বলেন, ‘অলিক ভাইকে ধন্যবাদ এমন একটি ধারাবাহিকে আমাকে সম্পৃক্ত রাখার জন্য। গল্পটা খুব ভালো। আমার সৌভাগ্য যে একই ধারাবাহিকে আমি এটিএম আঙ্কেল, দিলারা আন্টি, লাভলু ভাইয়ের সঙ্গে কাজ করতে পারছি। আমার অভিনয় জীবনের চলার পথে এ নাটকে অভিনয় করা সত্যিই অন্যরকম অভিজ্ঞতা।’

নির্মাতা এস এ হক অলিক বলেন, ‘নাটকে পড়ালেখা বা শিক্ষার বিষয়টা একেবারেই তুলে আনা হয় না বলে অভিযোগ শুনি। বিনোদনের মাধ্যমে শিক্ষাকে এই নাটকে তুলে ধরার চেষ্টা করেছি আমি। যারা নাটকটি দেখছেন সবাই ভালো বলছেন। এটা উৎসাহের।’

Advertisement

এ নাটকে দিলারা জামান অভিনয় করছেন খুনসুটি বেগম, মৌসুমী হামিদ অভিনয় করছেন আলতা বানু এবং ভাবনা অভিনয় করছেন মালকা বানু চরিত্রে।

এলএ/এমকেএইচ