গত পাঁচ অর্থবছর থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বৃহৎ করদাতা ইউনিটের আওতাধীন দেড় শতাধিক নামিদামি ব্যবসাপ্রতিষ্ঠান মোট আদায়কৃত ভ্যাটের (ভ্যালু অ্যাডেড ট্যাক্স) বা মূসকের (মূল্য সংযোজন কর) প্রায় ৬০ শতাংশ পরিশোধ করে আসছে।
Advertisement
এসব ব্যবসাপ্রতিষ্ঠান আজ সোমবার থেকে অনলাইনে ভ্যাট পরিশোধের সুযোগ পাবে। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।
এনবিআর সদস্য রেজাউল করিম বলেন, ‘১ এপ্রিল থেকে এনবিআর অনলাইন কার্যক্রম শুরু করছে। প্রথম ধাপে দেশের বড় মাপের ১৫৭টি প্রতিষ্ঠানকে এর আওতায় আনা হলো। এসব প্রতিষ্ঠান মার্চ মাসের ভ্যাটের রিটার্ন এপ্রিল মাসের ১৫ তারিখের মধ্যে অনলাইনে দাখিল করতে পারবে।’
তিনি আরও বলেন, ‘এসব ব্যবসাপ্রতিষ্ঠান নিয়ম অনুযায়ী ভ্যাট দিচ্ছে কি-না, তা এনবিআর কর্মকর্তারা অনলাইনে খতিয়ে দেখতে পারবেন।’
Advertisement
এনবিআর সূত্র জানায়, ভ্যাট আইন ২০১২ বাস্তবায়নের অংশ হিসেবে অনলাইনে ভ্যাট প্রদান বাধ্যতামূলক। এনবিআর প্রথম ধাপে দেশের বড় মাপের দেড় শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য অনলাইনে ভ্যাট প্রদানের সুযোগ রেখেছে। এসব ব্যবসাপ্রতিষ্ঠান ইতোমধ্যে তাদের বেচাকেনা-সম্পর্কিত তথ্য অনলাইনে এনবিআরের তথ্যভাণ্ডারে পৌঁছে দিতে নিজেদের দফতরে বিশেষ ধরনের সফটওয়্যার সাজিয়েছে। এ সফটওয়্যারের সঙ্গে এনবিআরের ভ্যাট অনলাইন প্রকল্পের মূল তথ্যভাণ্ডারের যোগাযোগ থাকছে। পাইলট প্রকল্প হিসেবে এনবিআর আজ থেকে এ প্রকল্প চালু করতে যাচ্ছে।
এসআর/এমকেএইচ