জাতীয়

আধা ঘণ্টার ব্যবধানে রাজধানীর দুই স্থানে আগুন

মাত্র আধা ঘণ্টার ব্যবধানে রাজধানীর ডেমরা ও গাউছিয়া মার্কেটে দুটি অগ্নিকাণ্ড ঘটেছে। রোববার রাত ১১টা ৫৫ মিনিটে ডেমরা ফায়ার সার্ভিসের স্টেশনের পাশে একটি উন্মুক্ত স্থানে গ্যাস লাইনে আগুন লাগে। এর ঠিক ৩০ মিনিটের মাথায় রাত ১২টা ২৫ মিনিটের দিকে নিউমার্কেট সংলগ্ন গাউছিয়া মার্কেটের দ্বিতীয় তলার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

Advertisement

তবে এ দুটি অগ্নিকাণ্ডে বড় ধরনের কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।

জানা গেছে, রোববার রাত ১১টা ৫৫ মিনিটে ডেমরা ফায়ার সার্ভিসের স্টেশনের পাশে একটি উন্মুক্ত স্থানে গ্যাস লাইনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় ১ ঘণ্টা ১০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, আগুনের খবরে ৪টি ইউনিট চেষ্টা চালিয়ে ১টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। গ্যাস লাইনে লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

Advertisement

অন্যদিকে রাত ১২টা ২৫ মিনিটের দিকে রাজধানীর নিউমার্কেট সংলগ্ন গাউছিয়া মার্কেটের দ্বিতীয় তলায় একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।

এরশাদ হোসেন জানান, রাত ১২টা ২৫ মিনিটের দিকে গাউছিয়া মার্কেটের একটি রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হলেও ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরুর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।

জেইউ/এমবিআর

Advertisement