আন্তর্জাতিক

লন্ডনে ছুরি হামলায় আহত চার, আশঙ্কাজনক ২

যুক্তরাজ্যের উত্তর লন্ডনে ছুরি হামলায় অন্তত চারজন আহত হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। একই ধাঁচের আঘাতের চিহ্ন পাওয়া গেছে আহতদের শরীরে। গত ১৫ ঘণ্টায় উত্তর লন্ডনের এডমন্টন ও ওয়ালথ্যামস্টো এলাকায় এই ছুরি হামলার ঘটনা ঘটেছে।

Advertisement

এডমন্টন ও ওয়ালথ্যামস্টো এলাকায় চলাচলের সময় রাস্তায় পেছন দিক একজন নারী ও তিনজন পুরুষের ওপর ছুরি হামলা হয়। আহতদের সবার শরীরের পেছন দিকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে।

পুলিশ বলছে, বিক্ষিপ্ত ছুরি হামলায় ওই চারজন আহত হয়েছেন। তবে হামলাকারী একজনই এসব হামলার সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন : ভারতীয় বিমান বাহিনীর মিগ-২৭ যুদ্ধবিমান বিধ্বস্ত

Advertisement

লন্ডন মেট্রোপলিটন পুলিশ বলছে, হামলার সঙ্গে সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই বলে ধারণা করা হচ্ছে। সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তবে হামলার সঙ্গে তিনি জড়িত কি-না তা তদন্তে জানা যাবে।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৭টা ২ মিনিটের দিকে লন্ডনের অ্যাবারডিন রোডে প্রথমে ৪৫ বছর বয়সী এক নারী আক্রান্ত হন। পূর্ব লন্ডনের একটি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তিনি।

এ ঘটনার চার ঘণ্টা পর অ্যাবারডিন রোড থেকে আধা মাইল দূরে পার্ক অ্যাভিনিউয়ে এক ব্যক্তি আক্রান্ত হন। তবে তার জখম গুরুতর নয়। পার্ক অ্যাভিনিউ থেকে আধা মাইল দূরে সিলভার স্ট্রিটে আক্রান্ত হন তৃতীয় এক ব্যক্তি।

আরও পড়ুন : আমিরাতে পারফিউম কারখানায় আগুনে প্রবাসী নিহত

Advertisement

পরের দিন সেভেন সিস্টারস টিউব স্টেশনের কাছে ২৩ বছর বয়সী এক যুবককে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। আশঙ্কাজনক অবস্থায় তিনিও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ব্রিটিশ গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা বলেছেন, তারা সন্দেহভাজন হামলাকারী হিসেবে ৬ ফুট ৩ ইঞ্চি লম্বা এক কৃষ্ণাঙ্গকে খুঁজছেন। তার পরনে কালো পোশাক ছিল। জননিরাপত্তার স্বার্থে রাস্তায় আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

সূত্র : বিবিসি।

এসআইএস/জেআইএম