অর্থনীতি

সিএসইর চেয়ারম্যান হলেন শামিম চৌধুরী

প্রায় তিন মাস ভারপ্রাপ্ত থাকার পর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান হলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ শামিম চৌধুরী।

Advertisement

রোববার (৩১ মার্চ) সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শামিম চৌধুরীকে চেয়ারম্যান করার পাশাপাশি এস এম আবু তোয়বকে স্বতন্ত্র পরিচালক করা হয়েছে।

এর আগে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়া ড. এ কে আবদুল মোমেন গত ৮ জানুয়ারি সিএসইর চেয়ারম্যান এবং স্বতন্ত্র পরিচালকের পদ থেকে পদত্যাগ করলে মেজর জেনারেল মোহাম্মদ শামিম চৌধুরীকে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়।

ডিমিউচ্যুয়ালাইজেশন অ্যাক্ট, ২০১৩ এর বিধান অনুযায়ী তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে অনুমোদন করা হয় বলে সে সময় সিএসই থেকে জানানো হয়। সে হিসেবে প্রায় তিন মাস ভারপ্রাপ্ত থাকার পর প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ শামিম চৌধুরী।

Advertisement

শামিম চৌধুরীর আগে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ছোট ভাই ড. এ কে আবদুল মোমেন ২০১৭ সালের ফেব্রুয়ারিতে সিএসইর স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

সিএসইর চেয়ারম্যানের দায়িত্বে থেকেই তিনি গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ৭ জানুয়ারি নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করা আবদুল মোমেন।

মন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর দিনই তিনি সিএসইর চেয়ারম্যান এবং স্বতন্ত্র পরিচালকের পদ থেকে পদত্যাগ করেন। সিএসইর পর্ষদও তার পদত্যাগপত্র গ্রহণ করে।

ব্যবসায়ী আবু তোয়বকে স্বতন্ত্র পরিচালক করার বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনুমোদন দিয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Advertisement

এমএএস/আরএস/পিআর