খেলাধুলা

ওয়ার্নার যেন রান মেশিন, আইপিএলে করলেন ৪র্থ সেঞ্চুরি

এক বছরের ক্ষুদা কি তবে একসঙ্গেই মুচে দিতে চান অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার? না হয়, আইপিএলে এক বছর বিরতি দিয়ে আবারও সুযোগ পাওয়ার পর প্রতিদিন যেভাবে ব্যাটিং করে যাচ্ছেন, তাতে সব রেকর্ড ভেঙেচুরে যেন চুরমার করে দেবেন তিনি।

Advertisement

আইপিএলে নিজেদের প্রথম ম্যাচেই ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে করেছিলেন ৮৫ রান। পরের ম্যাচে রাজস্থানের ১৯৮ রানের জবাব দিতে নেমে করেন ৬৯ রান। এবার আগের দুই ইনিংসকে ছাড়িয়ে গেলেন ওয়ার্নার। করলেন দুর্দান্ত এক সেঞ্চুরি।

বিরাট কোহলির দল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ৫৫ বলে সেঞ্চুরি করেন ডেভিড ওয়ার্নার। ৫টি করে বাউন্ডারি আর ছক্কার মার মারেন তিনি।

আইপিএলের ইতিহাসে ওয়ার্নারের এটা ৪র্থ সেঞ্চুরি। এর আগে ২০১০ সালে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলেছিলেন অপরাজিত ১০৭ রানের ইনিংস। ২০১২ সালে সেই দিল্লির হয়েই ডেকান চার্জাসের বিপক্ষে খেলেছিলেন অপরাজিত ১০৯ রানের ইনিংস।

Advertisement

২০১৭ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে নিজেদের মাঠেই কলকাতা নাইটরাইডার্সের বিপক্ষে খেলেছিলেন আইপিএলে নিজের সেরা ইনিংস ১২৬ রান। যদিও ওই ম্যাচে আউট হয়ে গিয়েছিলেন তিনি। এবার সেই হায়দরাবাদের হয়ে অপরাজিত ১০০ রানের ইনিংস খেললেন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে। চার সেঞ্চুরির তিনটিতেই অপরাজিত থাকলেন তিনি।

আইএইচএস/জেআইএম