পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে নরসিংদী সদর উপজেলায় ভোটগ্রহণ চলছে। রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। শান্তিপূর্ণভাবে এ ভোটগ্রহণ চলছে। তবে ভোটার উপস্থিতি তুলনামূলক কম।
Advertisement
এদিকে সকাল সোয়া ১০টার দিকে পৌর শহরের বৌয়াকুড় নিজ কেন্দ্রে সহধর্মিণী ও দলীয় নেতাকর্মীদের নিয়ে ভোট দিয়েছেন সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও সদর আসনের এমপি লে. কর্নেল (অব.) মো. নজরুল ইসলাম হিরু (বীরপ্রতীক)।
ভোট দিয়ে তিনি বলেন, অবাদ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ চলছে। কোথাও কোনো প্রকার বিশৃঙ্খলা নেই। তবে এখন পর্যন্ত ভোটার উপস্থিতি তুলনামূলক কম দেখা যাচ্ছে।
দুটি প্রথম শ্রেণির পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে মোট ৪ লাখ ৫৭ হাজার ১৫৯ ভোটারের সমন্বয়ে নরসিংদী সদর উপজেলা গঠিত। এ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে তিনজনসহ ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
Advertisement
সঞ্জিত সাহা/আরএআর/এমএস