দেশজুড়ে

ভোট দিয়ে এমপি বললেন ভোটার উপস্থিতি কম

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে নরসিংদী সদর উপজেলায় ভোটগ্রহণ চলছে। রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। শান্তিপূর্ণভাবে এ ভোটগ্রহণ চলছে। তবে ভোটার উপস্থিতি তুলনামূলক কম।

Advertisement

এদিকে সকাল সোয়া ১০টার দিকে পৌর শহরের বৌয়াকুড় নিজ কেন্দ্রে সহধর্মিণী ও দলীয় নেতাকর্মীদের নিয়ে ভোট দিয়েছেন সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও সদর আসনের এমপি লে. কর্নেল (অব.) মো. নজরুল ইসলাম হিরু (বীরপ্রতীক)।

ভোট দিয়ে তিনি বলেন, অবাদ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ চলছে। কোথাও কোনো প্রকার বিশৃঙ্খলা নেই। তবে এখন পর্যন্ত ভোটার উপস্থিতি তুলনামূলক কম দেখা যাচ্ছে।

দুটি প্রথম শ্রেণির পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে মোট ৪ লাখ ৫৭ হাজার ১৫৯ ভোটারের সমন্বয়ে নরসিংদী সদর উপজেলা গঠিত। এ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে তিনজনসহ ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Advertisement

সঞ্জিত সাহা/আরএআর/এমএস