অর্থনীতি

বাংলাদেশে সাইনোপেক লুব্রিকেন্টের যাত্রা শুরু

বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে চীনের খ্যাতনামা লুব্রিকেন্ট অয়েল ব্র্যান্ড সাইনোপেক। শনিবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ব্র্যান্ডটির উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

Advertisement

অনুষ্ঠানে জানানো হয়, বিশ্বজুড়ে ২২টি ক্যাটাগরিতে সাইনোপেক লুব্রিকেন্টের ২ হাজারের বেশি পণ্য আছে। বাংলাদেশে একমাত্র জেনারেল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের মাধ্যমে তারা পণ্য বাজারজাত করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশের বৃহৎ উন্নয়ন অংশীদার ও দীর্ঘ দিনের বন্ধু চীন। দেশের বিভিন্ন খাতে চীনের বিনিয়োগ রয়েছে।

সাইনোপেক কোম্পানিকে বাংলাদেশে মানসম্পন্ন পণ্য পাঠানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, এটা করা হলে বাংলাদেশ সাইনোপেকের একটি বড় বাজারে পরিণত হবে।

Advertisement

এ সময় বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণে সরকারের পক্ষে প্রতিষ্ঠানটিকে সব ধরনের সহযোগিতা দেয়া হবে বলেও জানান শিল্পমন্ত্রী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেনারেল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের চেয়ারপারসন চৌধুরী মানারাত মাহফুজ, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাবিউল রহমান, প্রধান উপদেষ্টা চৌধুরী মুনীর উদ্দীন মাহফুজ, সাইনোপেক লুব্রিকেন্টের ভাইস চিফ এক্সিকিউটিভ প্রফেসর কোচ জিয়ানচাও প্রমুখ।

এমএএস/এমএমজেড/জেডএ

Advertisement