প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার শীর্ষস্থানটি আবারও দখলে নিলো ম্যানচেস্টার সিটি। দুর্বল ফুলহামকে লিগে টানা অষ্টম হারের স্বাদ দিয়েছে পেপ গার্দিওলার দল। ম্যাচটি তারা জিতেছে ২-০ ব্যবধানে।
Advertisement
ইস্ট লন্ডনে শুরু থেকেই দাপট দেখিয়ে খেলতে থাকে ম্যানসিটি। প্রতিপক্ষের রক্ষণে একের পর এক আঘাত হানতে থাকে গার্দিওলার দল।
ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় তারা। প্রতিপক্ষের ভুল পাসে বল পেয়ে গিয়েছিলেন কেভিন ডি ব্রুইন। তিনি সেটা চোখের ঝলকে বাড়িয়ে দেন সার্জিও আগুয়েরোর সামনে। আর্জেন্টাইন তারকা দেন বের্নার্দো সিলভাকে। সিলভা বল জালে জড়াতে ভুল করেননি।
২৭ মিনিটে আগুয়েরো নিজেই ব্যবধান দ্বিগুণ করেন। এবারও অবশ্য ভুল ছিল ফুলহ্যামের। ভুল পাসে বল পেয়ে যান সিলভা। তিনি সেটা দিয়ে দেন ডি বক্সে থাকা আগুয়েরোকে। খুব কাছে থেকে গোলরক্ষক সার্জিও রিকোকে বোকা বানান আর্জেন্টাইন স্ট্রাইকার। প্রথমার্ধের ওই দুই গোল নিয়েই শেষ পর্যন্ত মাঠ ছাড়ে ম্যানইউ।
Advertisement
এই জয়ে ৩১ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে উঠে গেল ম্যানচেস্টার সিটি। দুইয়ে নেমে যাওয়া লিভারপুলের পয়েন্ট ৭৬।
এমএমআর/এমকেএইচ