এবারের আইপিএলকে বিতর্ক যেন পিছুই ছাড়ছে না। রবিচন্দ্রন অশ্বিন বিতর্কের সূচনা করেছিলেন 'মানকড় আউট' দিয়ে। এরপর লাসিথ মালিঙ্গার 'নো-বল', নতুন করে আবারও জড়ালো অশ্বিনের নাম।
Advertisement
এবার অবশ্য অশ্বিন দোষী নন। দোষ সেই বাজে আম্পায়ারিংয়ের। আজ (শনিবার) মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচে এক ওভারে সাত বল করেন কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক অশ্বিন।
টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কিংস অধিনায়ক অশ্বিন। প্রথম ওভার করতে আসেন তিনি। কিন্তু ওই ওভারে ৬ বল হয়ে যাওয়ার পরও আম্পায়ারের যেন সেদিকে খেয়ালই ছিল না।
ওভারের সপ্তম বলটি কুইন্টন ডি কক পাঠিয়ে দেন বাউন্ডারিতে। অর্থাৎ একটি বাউন্ডারি বোনাস পেয়ে যায় মুম্বাই ইন্ডিয়ান্স।
Advertisement
এর আগে মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ম্যাচে লাসিথ মালিঙ্গার পরিষ্কার একটি 'নো-বল' দেখেননি আম্পায়ার। যে ম্যাচটি মাত্র ৬ রানে হেরে যায় ব্যাঙ্গালুরু। ম্যাচের পর দলটির অধিনায়ক বিরাট কোহলিও বাজে আম্পায়ারিংয়ের তীব্র সমালোচনা করেন।
এমএমআর/এমকেএইচ