খেলাধুলা

দুই ভাই মিলে থামালেন গেইল ঝড়

ক্রিস গেইল নাকি ফুরিয়ে গেছেন। বয়সটা ৪০ ছুঁইছুঁই। ক্যারিবীয় ওপেনারকে তাই এবার শুরুতে কেনার আগ্রহ দেখায়নি আইপিএলের কোনো দল। পরে কেউ না নেয়ায় নামমাত্র মূল্যে তাকে দলে ভেড়ায় কিংস ইলেভেন পাঞ্জাব।

Advertisement

তবে গেইল যে এখনও চাইলে রুদ্রমূর্তি ধারণ করতে পারেন, এবারের আসরের শুরু থেকেই সেটা দেখিয়ে চলেছেন। প্রথম ম্যাচে করেছিলেন ৪৭ বলে ৭৯, দ্বিতীয় ম্যাচে ১৩ বলে ২০। আজ (শনিবার) মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষেও ভয়ংকর হয়ে উঠতে যাচ্ছিলেন ক্যারিবীয় ব্যাটিং দানব।

২৩ বলেই গেইল পৌঁছে গিয়েছিলেন ৪০ রানে। যার মধ্যে চারের চেয়ে ছক্কা ছিল বেশি। ৩টি বাউন্ডারির সঙ্গে হাঁকান ৪টি ছক্কা। যেমন শুরু করেছিলেন, তাতে মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরে ভয়ই ঢুকে গিয়েছিল।

তবে শেষ পর্যন্ত দুই ভাই মিলে আউট করেন গেইলকে। হার্দিক পান্ডিয়ার আগের ওভারেই জোড়া ছক্কা হাঁকিয়েছিলেন কিংস ইলেভেনের ওপেনার।

Advertisement

ভাইয়ের হয়ে প্রতিশোধ নিতেই যেন পরের ওভারে বল হাতে নেন ক্রুনাল পান্ডিয়া। ওভারের দ্বিতীয় বলে তাকে তুলে মারতে গিয়ে লং অনে হার্দিক পান্ডিয়ারই ক্যাচ হন গেইল। দুই ভাইয়ের যুগলবন্দীতে উচ্ছ্বাসে ভাসে মুম্বাই ইন্ডিয়ান্স শিবির।

এমএমআর/এমকেএইচ